শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
স্বাস্থ্য বুলেটিনে প্রথম থেকেই ভিন রাজ্যের বাসিন্দা হিসেবে একটি পৃথক কলম করা রয়েছে। কিন্তু তাদেরকে এখন রাজ্যের গুণতিতে ধরলে রাজ্যেরই সংক্রমণের হিসেব বেড়ে যাচ্ছে। তাই এবার তাদেরকে রাজ্যের হিসাব থেকে আলাদা করতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, মানবিকতার খাতিরে এই রাজ্যে চিকিৎসা অবশ্যই পাবেন, কিন্তু পড়শি রাজ্যের কোভিড কেস বাংলায় কাউন্ট হবে না।
এদিন পূর্ব ও পশ্চিম বর্ধমানের করোনা পরিস্থিতি নিয়ে কথা বলার সময়ে কেন সংক্রমণ বেড়ে যাচ্ছে, তা জানতে চান মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে জেলাশাসক জানান, ওই জেলার কোভিড হাসপাতালগুলিতে ভিনরাজ্যের বহু রোগীও আসছেন।
আরও পড়ুনঃ ত্রুটিপূর্ণ সুরক্ষা ব্যবস্থা! খোয়া গেল ‘রেলযাত্রী’ অ্যাপস ব্যবহারকারীর গোপন তথ্য
তখনই মুখ্যমন্ত্রী বলেন, ‘চিকিৎসা মিলবে, কিন্তু পড়শি রাজ্যের কোভিড কেস বাংলায় কাউন্ট হবে না। প্রত্যেকের আসল ঠিকানা হাসপাতালের নথিতে যাতে থাকে, সে বিষয়ে নজর দেওয়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই মুখ্যসচিব রাজীব সিনহা কে বলে সেপ্টেম্বর পর্যন্ত স্বাস্থ্য বীমার মেয়াদ নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584