নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের একটি বেসরকারি অনুষ্ঠান বাড়িতে এদিন প্রোগ্রেসিভ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হল কান্দি বাস শ্রমিকদের জন্য। এদিন প্রায় ৩০০ জন বাস শ্রমিকদের হাতে এই ত্রাণ তুলে দেওয়া হল সংগঠনের পক্ষ থেকে।
সমস্ত বাস শ্রমিকদের হাতে এদিন চাল, ডাল, আলু, সোয়াবিন, তেল, ডিম সহ বস্ত্র তুলে দেন সংগঠনের সদস্যরা পাশাপাশি কিছু দরিদ্র পরিবারের হাতে পাঁচ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।
আরও পড়ুনঃ ফারাক্কায় নদী ভাঙ্গন পরিদর্শনে মন্ত্রী ও সাংসদ
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা কান্দি পৌরসভার প্রশাসক অপূর্ব সরকার, খড়গ্রাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক আশীষ মার্জিত, বড়ঞা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, ভরতপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবির, মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অশোক দাস, কান্দি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পার্থ প্রতিম সরকার, সংগঠনের রাজ্য নেতৃত্ব ও বিভিন্ন সদস্যরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584