নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
রাজ্যে করোনা বিধি নিষেধের মেয়াদ বাড়লো ৩০ জুলাই পর্যন্ত। কিছু ক্ষেত্রে নিয়ম শিথিল করা হলেও আপাতত লোকাল ট্রেন চালু হচ্ছে না। তবে মেট্রোর ক্ষেত্রে ছাড়পত্র দিল রাজ্য সরকার। ৫০ শতাংশ যাত্রী নিয়ে সপ্তাহে পাঁচ দিন চলবে মেট্রো, শনি ও রবিবার বন্ধ থাকবে পরিষেবা।
৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে বাস, ট্যাক্সি, অটো, ট্রাম, নৌকো। যানবাহন স্যানিটাইজ করতে হবে নিয়মিত। লোকাল ট্রেনের ক্ষেত্রে শুধুমাত্র স্টাফ স্পেশাল ট্রেন চলার ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া বন্ধ থাকছে সিনেমা হল, সুইমিং পুল।
শুধুমাত্র জাতীয় বা আন্তর্জাতিক স্তরের সাঁতারুরা সকাল ৬ টা থেকে ১০ টার মধ্যে সুইমিং পুল ব্যবহার করতে পারবে প্র্যাকটিসের জন্য।
চলবে না কোনও ধরনের রাজনৈতিক, সাংস্কৃতিক, সামজিক জমায়েত। বিয়েবাড়িতে ৫০ শতাংশের বেশি থাকতে পারবেন না। ২০ জনকে নিয়ে করতে হবে শেষকৃত্যের অনুষ্ঠান।
বিস্তারিত আসছে….
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584