রাজ্যে করোনা বিধির মেয়াদ আরও ১ মাস, পুজোর কদিন ছাড় নাইট কারফিউতে

0
85

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

রাজ্যের করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে কিন্তু বিধিনিষেধ উঠছে না এখনি। ৩০ অক্টোবর পর্যন্ত জারি থাকবে বিধি নিষেধ, নবান্নের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে একথা। লোকাল ট্রেন সম্পর্কে কোন ঘোষণা করা হয়নি তবে উৎসবের মাসে বিধি নিষেধে কিছুটা ছাড় থাকছে।

Nabanna

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাইট কারফিউ জারি থাকবে আগামী মাসেও তবে পুজোর কটা দিন অর্থাৎ ১০ থেকে ২০ অক্টোবর নাইটকার্ফু থাকবে না। লোকাল ট্রেন চলাচলের ঘোষণা যেমন করা হয়নি একই ভাবে মেট্রো পরিষেবাও নিয়ন্ত্রিতই থাকবে অক্টোবর মাসে।

নবান্নের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন যে সব করোনা বিধি নিষেধ রাজ্যে চালু রয়েছে তেমনটাই চলবে আগামী মাসেও। অনেকে আশা করেছিলেন অক্টোবর থেকে লোকাল ট্রেন চলাচলে অনুমতি দিতে পারে রাজ্য সরকার। কিন্তু বুধবারের বিজ্ঞপ্তির পরে এটা স্পষ্ট যে, এখনই লোকাল ট্রেনের স্বাভাবিক চলাচলের ঝুঁকি নিতে চাইছে না রাজ্য সরকার। একই ভাবে মেট্রো রেল চলাচলও নিয়ন্ত্রিতই থাকছে অক্টোবর মাসে।

আরও পড়ুনঃ কংগ্রেস সঙ্গ ত্যাগ, যাচ্ছেন না বিজেপিতেও, সাফ জানালেন পাঞ্জাবের অমরিন্দর

পাশাপাশি, এই সময়ে শারীরিক দূরত্ব বজায় রাখা-সহ অন্যান্য বিধিনিষেধ যাতে সাধারণ মানুষ মেনে চলেন তা সুনিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য জেলা প্রশাসন ও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here