নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
মুখ্যমন্ত্রীর দাবি রাজ্যে নেই অক্সিজেনের ঘাটতি। যোগীর রাজ্যে সোশ্যাল মিডিয়া থেকে সংবাদমাধ্যমে উঠে এল এমন দুটি ছবি, যা দেখলে সরকারের দাবি নিয়ে সংশয় জাগতে বাধ্য।
উত্তরপ্রদেশের দুটি ছবি, একটি ছবিতে দেখা যাচ্ছে, গাড়ির ছাদে বাবার দেহ সৎকারের জন্য নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে, স্বামীর মুখে মুখ দিয়ে অক্সিজেন জোগানোর চেষ্টা করছেন এক মহিলা।
প্রথম ছবিতে একটি লাল সেডানের ছাদে সাদা চাদরে মোড়া একটি দেহ। আগ্রার মোহিত নামের এক ব্যক্তি, তাঁর বাবার দেহ অন্ত্যেষ্টির জন্য নিয়ে যাচ্ছেন । সম্প্রতি করোনায় মারা গিয়েছেন তাঁর বাবা। কিন্তু শেষকৃত্যের জন্য শববাহী গাড়ি পাননি। অবশেষে নিজেদের গাড়ির ছাদে বাবার দেহ বেঁধে আগ্রার মোক্ষধামে নিয়ে যান শেষকৃত্যের জন্য। এমনটাই হচ্ছে উত্তরপ্রদেশে। শেষকৃত্যের জন্য শ্মশানের বাইরে রীতিমতো টিকিট কেটে লাইন দিতে হচ্ছে মৃতের পরিবারকে।
আরও পড়ুনঃ দিল্লিতে ভয়াবহ পরিস্থিতি! শ্মশানে মৃতদেহ পোড়ানোর জায়গা নেই, জায়গা নেই কবরেও
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আরও একটি ছবি, অটোর মধ্যে কোনও রকমে শুয়ে রয়েছেন এক ব্যক্তি। আর তাঁর মুখে মুখ দিয়ে এক মহিলা অক্সিজেন দেওয়ার চেষ্টা করছেন। সোশ্যাল মিডিয়ায় ছবিটি প্রকাশ করে দাবি করা হয়েছে, ওই ব্যক্তির শ্বাসকষ্ট শুরু হয় কিন্তু কোথাও অক্সিজেন পাওয়া যাচ্ছিল না। তাই স্বামীকে বাঁচাতে নিজের মুখ দিয়েই কৃত্রিম ভাবে শ্বাসপ্রক্রিয়া চালানোর চেষ্টা করছিলেন সেই মহিলা। কিন্তু শেষ পর্যন্ত নাকি তাঁকে বাঁচানো যায়নি। এটিও উত্তরপ্রদেশের আগ্রার ঘটনা বলে দাবি করা হয়েছে টুইটে।
আরও পড়ুনঃ অবশেষে সমালোচনার ঝড় সামলাতে সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে নোটিশ কেন্দ্রের
করোনা পরিস্থিতি নিয়ে উত্তরপ্রদেশে রীতিমতো রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। সমাজবাদী পার্টি নেতা রামগোপাল বাঘেল রাজ্যের এই পরিস্থিতির জন্য রাজ্য এবং কেন্দ্র সরকারের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর অভিযোগ, এই অতিমারীর পরিস্থিতি সামাল দিতে বিজেপি সম্পূর্ণ ব্যর্থ এবং সর্বোপরি মানুষকে বিভ্রান্ত করছে বিজেপি। হরিয়ানার হিসারে একটি হাসপাতালে অক্সিজেনের অভাবে ৫ জন রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584