নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
এবার বন্ধ হতে চলেছে করোনা অতিমারি কালে চালু হওয়া স্পেশাল ট্রেন। করোনা সংক্রমণের শুরুতে লকডাউনে রেল পরিষেবা বন্ধ করা হলেও পরে ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের বাড়ি ফেরাতে কিছু শ্রমিক স্পেশাল ও বিশেষ ট্রেন চালু করা হয়েছিল। ব্যাহত ছিল আগের নিয়মে রেল পরিষেবা। এবার খুব শীঘ্রই সেই স্পেশাল ট্রেন বন্ধ করে পুরোনো টাইম টেবিল মেনে এক্সপ্রেস, মেল চালু করতে চলেছে ভারতীয় রেল। স্বভাবতই স্পেশাল ট্রেনের জন্য যে ৩০% অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছিল তা থেকে এবার রেহাই পাবে যাত্রীরা। গতকাল শুক্রবার এমনই জানিয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রক।
রেলের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বীন বৈষ্ণো। তিনি বলেন, “অতিমারি কালে অনেক ট্রেনকেই কোভিড বিধি মেনে স্পেশাল নাম দিয়ে চালানো হচ্ছিল। এর লক্ষ্য ছিল ট্রেনে যাতে ভিড় বেশি না হয়। সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রনে আসার পর থেকে প্রায় ৭৫ শতাংশ ট্রেনের “স্পেশাল” তকমা তুলে নেওয়া হয়েছে। বাকি ২৫ শতাংশেরও পুরনো ভাড়া চালু করা হবে। আর ৩০ শতাংশ অতিরিক্ত ভাড়া গুনতে হবে না যাত্রীদের, যা খুব শীঘ্রই কার্যকর করা হবে।’’ কবে থেকে সমস্ত ট্রেন আগের নিয়মে চলবে তা স্পষ্ট না জানালেও ধাপে ধাপে বাকি স্পেশাল ট্রেনগুলি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে রেলমন্ত্রক।
All the regular time tabled trains which are presently operating as MSPC ( Mail/Express Spl) and HSP (Holiday Spl) train services, including in the working Time Table 2021, shall be operated with regular numbers and with fare and categorisation as applicable: Ministry of Railways pic.twitter.com/UwgL6j1w3E
— ANI (@ANI) November 12, 2021
আরও পড়ুনঃ পর্যটকদের জন্য ‘শিরডি যাত্রা’ স্পেশাল ট্রেন চালু আইআরসিটিসির
রেলমন্ত্রক তরফে আরো জানানো হয়েছে, খাবার পরিষেবা আপাতত বন্ধ থাকলেও বাকি পরিষেবা চালু করা হবে। আগের মত বিশেষ অনুমতি ছাড়া বিনা টিকিটে যাতায়াতের অনুমতি দেওয়া হবে না কাউকেই। ইতিমধ্যেই নতুন এই নির্দেশিকা খুব শীঘ্র কার্যকর করতে প্রতিটি জ়োনালকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। ট্রেন বুকিং ও রেলের বিভিন্ন পরিষেবা চালু করতে সফটওয়্যারে প্রয়োজনীয় পরিবর্তন আনতেও নির্দেশ দিয়েছে রেল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584