Covid Third Wave: উৎসবের আগেই তৃতীয় ঢেউয়ের চোখ রাঙ্গানি মহারাষ্ট্রে, জারি হতে পারে নিষেধাজ্ঞা

0
162

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

করোনার দ্বিতীয় ঢেউয়ের পর থেকেই সারা দেশ জুড়ে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা ছিলই এবং কোন সময়ে আসতে পারে তৃতীয় ঢেউ তারও সম্ভাব্য ধারণা দেওয়া হয়েছিল। সেই আশঙ্কার আবহে মুম্বাইয়ের মেয়র জানালেন, করোনার তৃতীয় ঢেউ ইতিমধ্যেই উপস্থিত মুম্বাইতে। গতকালই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেছিলেন যে করোনার তৃতীয় ঢেউ রাজ্যে প্রায় এসেই গিয়েছে। রাজ্যের আরেক মন্ত্রী নিতীন রাউত সোমবার বলেন, ইতিমধ্যেই তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে নাগপুরে। সম্ভবত ফের জারি হতে চলেছে নিষেধাজ্ঞা।

Covid third wave
সৌজন্যেঃ ইন্ডিয়া টিভি

এদিন একই কথা শোনা গেল মুম্বাইয়ের মেয়র কিশোরী পেদনেকরের মুখেও। আগামীকাল গনেশ চতুর্থী, যা মহারাষ্ট্রের সবথেকে বড় উৎসব। এই উৎসবের প্রাক্কালে রাজ্যবাসীকে সতর্ক থাকার আরজি জানিয়েছেন তিনি। মুম্বাইয়ের মেয়র রাজ্যবাসীকে আবেদন জানিয়েছেন সকলে যেন বাড়ির বাইরে গেলেই মাস্ক ব্যবহার করেন ও সামাজিক দূরত্ব মেনে চলেন।

আরও পড়ুনঃ দেরি নয়, মানুষের সুরক্ষার স্বার্থে নির্ধারিত সময়ের আগেই সেকেন্ড ডোজ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

উৎসবের ঠিক আগেই তৃতীয় ঢেউ-এর চোখ রাঙ্গানির ফলে চিন্তায় আমজনতা থেকে প্রশাসন সকলেই। এই অবস্থায় আগামী ১ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছে প্রশাসন। একই সাথে করোনা ভাইরাসের বিভিন্ন স্ট্রেনও চিন্তায় ফেলছে প্রশাসনকে। তৃতীয় ঢেউ মোকাবিলায় টিকাকরণের গতি আরও বাড়ানোই সঠিক উপায় বলে মনে করছে প্রশাসন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here