অক্টোবরেই শীর্ষে পৌঁছাবে করোনার তৃতীয় ঢেউ, সতর্কবার্তা এনআইডিএমের

0
80

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

করোনার দ্বিতীয় ঢেউ যেতে না যেতেই আগমন ঘটতে চলেছে তৃতীয় ঢেউয়ের। অক্টোবরে শীর্ষে পৌঁছবে করোনা সংক্রমণের তৃতীয় দফা। তার প্রায় দেড় মাস আগে থেকে সতর্কতা জারি করলো জাতীয় বিপর্যয় মোকাবিলা প্রতিষ্ঠান (এনআইডিএম)। অক্টোবর থেকেই বাংলায় পুজোর মরশুম শুরু হচ্ছে। তার মধ্যেই কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়া এবং তা শীর্ষে পৌঁছানোয় পরিস্থিতি কোন দিকে যাবে, তা নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে।

Station
সৌজন্যেঃ টাইমস অফ ইন্ডিয়া

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৭২ জন। করোনায় প্রাণ হারিয়েছেন ৩৮৯ জন। আর একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪৪ হাজার ১৫৭ জন। গত ২৪ ঘণ্টায় ৭ লক্ষ ৯৫ হাজার ৫৪৩ জন দেশবাসীর টিকাকরণ হওয়ায় এ নিয়ে দেশে মোট টিকাপ্রাপকের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ কোটি ২৫ লক্ষ ৪৯ হাজার ৫৯৫।

আরও পড়ুনঃ প্রায় ৫ মাস পর অ্যাকটিভ কেস সাড়ে ৩ লক্ষের নীচে, কমল দৈনিক সংক্রমণও

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩ লক্ষ ৩৩ হাজার ৯২৪। করোনার তৃতীয় ঢেউ সামাল দিতে বহু রাজ্য নতুন করে বিধিনিষেধ জারি করেছে। এ রাজ্যেও চলছে কোভিড বিধি। ইতিমধ্যে টিকাকরণে গতি বাড়ানোর চেষ্টা চলছে। কিন্তু চাহিদা অনুযায়ী ভ্যাকসিন সরবরাহ না হওয়ায় টিকাকরণের গতি ক্রমশ কমে যাচ্ছে। আর মহামারীর তৃতীয় ঢেউ থেকে বাঁচার এখন সবচেয়ে বড় প্রতিকূলতা হয়ে উঠছে এই ভ্যাকসিনই।

আরও পড়ুনঃ কাজই করছে না ই-ফাইলিং পোর্টাল, ইনফোসিস কর্তাকে সমন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের

জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে গঠিত বিশেষজ্ঞদের একটি কমিটির রিপোর্ট বলছে, তৃতীয় ঢেউয়ের সময়ে শিশুদের সংক্রমণ হওয়ার আশঙ্কা রয়েছে। সেই সময়ে বিপুল সংখ্যক শিশু সংক্রমিত হলে তাদের চিকিৎসার জন্য যত সংখ্যক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, চিকিৎসার সরঞ্জাম এবং পরিকাঠামো প্রয়োজন, তা এই দেশে নেই। এই বিষয়টির দিকে বিশেষ ভাবে নজর দেওয়া পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞদের ওই কমিটি। তবে কমবয়সিদের জন্য ইতিমধ্যেই জাইডাস-ক্যাডিলার তৈরি সূঁচবিহীন করোনা টিকা উৎপাদনের অনুমোদন দিয়েছে কেন্দ্র।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here