ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
এইমস-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া জানালেন, সম্ভবত সেপ্টেম্বর মাস থেকেই শিশুদের টিকাকরণ শুরু হতে পারে দেশে। তিনি বলেন জাইডাস ক্যাডিলার শিশুদের টিকার ট্রায়াল শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই, ভারত বায়োটেকের শিশুদের জন্য কোভ্যাক্সিনের ট্র্যায়াল চলছে যা অগাস্ট বা সেপ্টেম্বর মাসে শেষ হয়ে যাবে। পাশাপাশি শিশুদের টিকার ক্ষেত্রে এফডিএ-র অনুমতি পেয়েছে ফাইজার।
দ্য ল্যানসেটের গবেষণায় বলা হয়েছে, ১১ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে করোনা সংক্রমণের সম্ভাবনা রয়েছে ১৮ থেকে ৩০ শতাংশ। এই তথ্য থেকে স্কুল খোলার বিষয়ে এইমস-এর ডিরেক্টরের মত, স্কুল খুললে শিশুরা যদি সেখান থেকে করোনা আক্রান্ত হয় তাদের শরীরে হয়তো করোনার মৃদু উপসর্গ দেখা যাবে। কিন্তু আক্রান্ত শিশুদের থেকে তাদের বাড়ির বয়স্কদের সংক্রমন ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে এবং তা মারাত্মক হতেই পারে। উল্লেখ্য, শীতকালে করোনাভাইরাসের এক নতুন ভ্যারিয়্যান্ট ছড়িয়ে পড়তে পারে বলে ইতিমধ্যেই বিশ্বকে সতর্ক করেছেন ফ্রান্সের গবেষক। ইতিমধ্যে করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়ান্টের দাপটে উদ্বিগ্ন গোটা বিশ্ব।
আরও পড়ুনঃ ২৪-এর লক্ষ্যে দিল্লিগামী মমতা, তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারপার্সন হচ্ছেন মুখ্যমন্ত্রী
উল্লেখ্য, ল্যানসেটের তথ্য অনুযায়ী, অতিমারিতে গত ১৪ মাসে ১ মিলিয়নের বেশি শিশু তাদের বাবা-মাকে হারিয়েছে। অর্ধেক মিলিয়ন শিশু হারিয়েছে তাদের দাদু-ঠাকুমাকে। শুধুমাত্র ভারতেই এই বছরের এপ্রিলে অনাথ শিশুর সংখ্যা ৪৩ হাজার ১৩৯, যা ৫ হাজার ৯১ ছিল মার্চ মাসে। এই পরিস্থিতিতে শিশুদের টিকাকরণ অত্যন্ত প্রয়োজনীয় বলেই মত বিশেষজ্ঞদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584