নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
আজ, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পুলিশ, পুরকর্মী সহ প্রথম সারির করোনা যোদ্ধাদের টিকাকরণ। প্রথম দিন জেলা পিছু দু’টি করে কেন্দ্রে চলবে এই টিকাকরণ প্রক্রিয়া। তবে প্রযুক্তিগত ও আরও অন্যান্য কারণে পাঁচ জেলায় অবশ্য আজ প্রথম সারির করোনা যোদ্ধাদের টিকা দেওয়া হচ্ছে না। সমস্যা মিটলে বুধবার থেকে সেইসব জেলায় টিকা দেওয়া হতে পারে।
পাশাপাশি রাজ্যজুড়ে ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের টিকাকরণও চলবে। গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, সোমবার টিকাকরণের হার ছিল ৫৫ শতাংশ। ৪৩১ টি কেন্দ্রে আনুমানিক ২৩ হাজার ২৩ হাজার ২০০ জনকে টিকা দেওয়া হয়। চারজনের মৃদু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়।
আরও পড়ুনঃ উল্টোডাঙায় অ্যাসিড হামলায় আহত গৃহবধূ, ধৃত ১
এদিকে, আজ থেকেই স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের কোভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হওয়ার থাকলে তা এক-দু’দিন পিছিয়ে যাচ্ছে। এই ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে নানাবিধ নিয়মকানুন রয়েছে। তাই সম্ভাব্য ভ্যাকসিন প্রাপকদের কাউন্সেলিং করা জরুরি। স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন, এসএসকেএম এবং আর জি কর হাসাপাতাল থেকে এমনই জানানো হয়েছে স্বাস্থ্যভবনে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584