নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
আজ থেকে দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে করোনার টিকাকরণ অভিযান। পশ্চিমবঙ্গেও নির্দিষ্ট হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রগুলিতে করোনার টিকাকরণ প্রক্রিয়া চলছে। রাজ্যে মোট ২১২টি কেন্দ্র থেকে করোনার টিকাকরণ প্রক্রিয়া চালাচ্ছেন প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা। শহর কলকাতায় ১৯টি কেন্দ্র থেকে চলছে করোনার টিকাকরণ।
প্রথম সারির করোনা যোদ্ধা, স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে রাজ্যে ৬ লক্ষ ৪৪ হাজার ৫০০ জনকে দেওয়া হচ্ছে করোনার টিকা। কলকাতায় টিকাকরণের আওতায় রয়েছেন ৯৩ হাজার ৫০০ স্বাস্থ্যকর্মী। উল্লেখ্য, সবথেকে বেশি ভ্যাকসিন বরাদ্দ করা হয়েছে কলকাতার জন্যই।
সরকারি হাসপাতাল ও পুরসভার হেল্থ সেন্টারগুলি থেকে দেওয়া হচ্ছে করোনার টিকা। শনিবার কলকাতার মোট ১৯টি কেন্দ্র থেকে চলছে করোনার টিকাকরণ। একই সঙ্গে বেশ কিছু বেসরকারি হাসপাতাল থেকেও করোনার টিকা দেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ ভুয়ো বিল! রোগীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ স্বাস্থ্য কমিশনের
কলকাতায় করোনার টিকাকরণ অভিযান চলছে এসএসকেএম, এনআরএস, ন্যাশনাল মেডিক্যাল, চিত্তরঞ্জন সেবাসদন, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, ডঃ বিসি রায় পিজি ইনস্টিটিউশন, বেলেঘাটা আইডি,এমআর বাঙ্গুর হাসপাতাল থেকে। পাশাপাশি কলকাতা পুরসভার ১১, ৩১, ৫৭, ৮২ ও ১১১ নম্বর ওয়ার্ডের পুর স্বাস্থ্যকেন্দ্রেও টিকাকরণ কর্মসূচি চলছে।
আরও পড়ুনঃ সূচনা হওয়ার পরই দেশজুড়ে সার্ভার বিভ্রাটের সম্মুখীন করোনা টিকাকরণ কর্মসূচি
শুধু কলকাতাই নয়, একই সঙ্গে টিকাকরণ অভিযান চলছে জেলায়-জেলায়। কলকাতার পরেই সবচেয়ে বেশি ভ্যাকসিন পেয়েছে উত্তর ২৪ পরগনা জেলা। এই জেলায় ৪৭ হাজার স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়ার কাজ চলছে। মুর্শিদাবাদের ২৬টি ব্লকে ৩৭ হাজার ৫০০ স্বাস্থ্যকর্মী টিকাকরনের আওতায় রয়েছেন।
পূর্ব বর্ধমান জেলাতেও মোট ১৩টি কেন্দ্র থেকে ৩১ হাজার ৫০০ স্বাস্থ্যকর্মীকে করোনার টিকা দেওয়ার কাজ চলছে। করোনার টিকাকরণ অভিযান চলছে পশ্চিম বর্ধমানেও, ১০টি কেন্দ্র থেকে টিকাকরণ অভিযান শুরু হয়েছে।
পুরুলিয়া, দুই মেদিনীপুর, বাঁকুড়া সহ অন্যান্য প্রতিটি জেলায় চলছে করোনার টিকাকরণ অভিযান। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেল ৫টা পর্যন্ত চলবে টিকাকরণ পর্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584