শনিবার রাজ্যের তিন জায়গায় হবে করোনা টিকার ড্রাই রান

0
78

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

বছরের শুরুতেই খুশির খবর। বাজারে আসবে কোভিড ভ্যাকসিন। প্রস্তুতি তুঙ্গে। আগামিকাল, শনিবারই এ রাজ্যে করোনা টিকার ড্রাই রান হবে। পশ্চিমবঙ্গের তিন জায়গায় এই ড্রাই রান চলবে বলে জানা গিয়েছে। মধ্যমগ্রাম, দত্তাবাদ ও আমডাঙায় বহু প্রতিক্ষিত করোনা ভ্যাকসিনের ড্রাই রান হবে।

Covid vaccine dry run | newsfront.co
প্রতীকী চিত্র

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, করোনা টিকার ড্রাই রান হবে মধ্যমগ্রাম ও দত্তাবাদের উচ্চ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং আমডাঙার গ্রামীণ হাসপাতালে। প্রাথমিক ভাবে ২৫ জনের ওপর এই টিকা প্রয়োগ করা হবে। সকাল ৯টা থেকেই শুরু হয়ে যাবে ড্রাই রানের কাজ।

আরও পড়ুনঃ টিকা নিলেও নিয়মে ফাঁকি চলবে না- সতর্ক করল মোদী

নিবিড় পর্যবেক্ষণের জন্য শনিবার হতে চলা ড্রাই রানের সব তথ্য সংরক্ষণ করা হবে। ইতিমধ্যেই টিকাকরণের জন্য প্রায় ৯৬ হাজার কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ রয়েছে।

কাদের কীভাবে এই করোনা টিকা প্রথম দেওয়া হবে। টিকাকরণের পর কোনও সমস্যা হলে কীভাবে তার মোকাবিলা করতে হবে, এই সব কিছুই যাচাই করতেই শনিবার করোনা ভ্যাকসিনের ড্রাই রান হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here