ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
বিভিন্ন রাজ্য স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী একদিনে ৫০৭৯ নতুন আক্রান্তের ফলে ভারতে মোট কারোনা আক্রান্তের সংখ্যা এক লাখ পার হয়ে ১০০৭৩৪ তে দাঁড়াল। এর মধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৫৮৩৬০টি ও সুস্থ হয়ে ফেরার সংখ্যা ৩৯২১৩ জন।
গত ২৪ ঘণ্টায় আরও ১৩৬ জনের মৃত্যুতে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩১৫৭তে।
রাজ্যগুলির মধ্যে সবচেয়ে উপরে আছে মহারাষ্ট্র। এখনো পর্যন্ত মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৫ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ১২৪৯ জনের। তারপরেই স্থানে রয়েছে তামিলনাড়ুর। সেখানে আক্রান্তের সংখ্যা ১১৭৬০ ও ৮১ জনের মৃত্যু হয়েছে।মোট ১১৮৪৬ করোনা আক্রান্ত নিয়ে তৃতীয় স্থানে রয়েছে গুজরাট। কিন্তু মৃত্যুর পরিসংখ্যানে তামিলনাড়ুর থেকেও এগিয়ে গুজরাট। সেখানে মৃতের সংখ্যা ৬৯৪।
আরও পড়ুন:পরিসংখ্যানে আজকে (১৮মে) পশ্চিমবঙ্গে জেলাভিত্তিক করোনা পরিস্থিতি
শহর গুলির মধ্যে সবথেকে বেশি করোনা আক্রান্ত হয়েছে মুম্বাইয়ে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২১১৫২ ও মৃতের সংখ্যা ৭৫৭।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584