মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
করোনার তৃতীয় ঢেউ নিয়ে আবারও গোটা দেশে আতঙ্ক সৃষ্টি হয়েছে। যার জেরে এখন টিকাকরণেও জোর দেওয়া হচ্ছে। তবে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই ভারতকে সুখবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু।
মঙ্গলবার হু-র প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জানিয়েছেন, সম্ভবত অতিমারির শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে ভারত। যাকে বলে ‘এন্ডেমিক’ পর্যায়। এখন ভারতে যে পর্যায়ে পৌঁছে গিয়েছে সেই পর্যায়ে পৌঁছে একটা জাতি ভাইরাসকে সঙ্গে নিয়েই বাঁচতে শিখে যায়, ভাইরাসকে সঙ্গী করেই জীবন কাটায়, সেই পর্যায়কেই ‘এন্ডেমিক’ বলা হয়। ভারত ধীরে ধীরে অতিমারির এই পর্যায়েই পৌঁছে যাচ্ছে বলে মনে করছেন হু-র প্রধান বিজ্ঞানী।
এ প্রসঙ্গে সৌম্যা বলেছেন, “ভারত অতিমারীর যে পর্যায়ে পৌঁছে গিয়েছে, তাতে সংক্রমণ আর বাড়বে না বলেই আশা রাখি। তবে একেবারেই করোনা সংক্রমণ হবে না এমনটাও নয়। প্রতিদিন যে হারে সংক্রমণ বাড়ছে সেটা কমবে। আক্রান্তের সংখ্যাটা কমে যেতে পারে বেশ খানিকটা। সংক্রমণের প্রভাব পড়তে পারে কম বা মাঝারি।”
করোনা সংক্রমণের বিষয়টিকে একেবারেই উড়িয়ে দিচ্ছেন না হু-র প্রধান বিজ্ঞানী সৌম্যা। ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে সংক্রমণ হতে পারে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ করোনা টিকার দ্বিতীয় ডোজ নেননি প্রায় দেড় কোটিরও বেশি দেশবাসী, রিপোর্ট
এ বিষয়ে সৌম্যা বলেন, “ভারতে বিভিন্ন রকমের মানুষ বসবাস করে। আর দেশের বিভিন্ন প্রান্তে থাকা বাসিন্দাদের প্রতিরোধ ক্ষমতা এক নয়। তাই এ রকম দেশে সংক্রমণ পরিস্থিতির যে ওঠানামা চলবে তা আর বলার অপেক্ষা রাখে না। বিশেষত যে সব এলাকায় প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের প্রভাব ছিল কম বা যে এলাকায় সীমিত সংখ্যায় টিকাকরণ হয়েছে, সেখানে আগামী দিনে সংক্রমণ বাড়তে পারে।’’ তবে ২০২২-এর মধ্যে অতিমারি পরিস্থিতি কাটিয়ে উঠে আবার স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার একটা সম্ভাবনার কথা জানিয়েছেন সৌমা।
আরও পড়ুনঃ কাবুল থেকে ভারত ফেরত ১৬ জন করোনা আক্রান্ত
শুধু তাই নয়, করোনার তৃতীয় ঢেউ আশার আশঙ্কায় শিশুদের নিয়ে সারা দেশে যে আতঙ্কের সৃষ্টি হয়েছে, তাতে বেশি প্রশ্রয় না দেওয়ার কথা বলেন তিনি। “শিশুদের নিয়ে অযথা আতঙ্কিত হবেন না”, অভিভাবকদের উদ্দেশ্যে সাফ জানিয়েছেন হু-র প্রধান বিজ্ঞানী সৌম্যা। করোনা অতিমারির মধ্যে হু-র প্রধান বিজ্ঞানীর এমন পূর্বাভাস শুনে স্বস্তি পেয়েছেন আপামর ভারতবাসী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584