করোনা পরিস্থিতি:২২শে আগস্ট

0
41

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

কোনভাবেই কমানো যাচ্ছে না করোনা সংক্রমনের গতি। আক্রান্তের সংখ্যা লাগাতার বেড়েই চলেছে। শনিবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩০ লক্ষের গণ্ডি ছাড়িয়ে যেতে চলেছে। চিন্তার বিষয় আমেরিকা ব্রাজিলের থেকেও দ্রুত হারে সংক্রমণ ছড়াচ্ছে। মাত্র শেষ ১৬ দিনেই নতুনভাবে আক্রান্ত হয়েছে ১০ লক্ষ মানুষ।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবার সকালের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৬৮৮৭৮ এবং মৃত্যু হয়েছে ৯৪৫ জনের। দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৯লক্ষ ৭৫ হাজার ৭০২ জন। এর মধ্যে সক্রিয় রোগী রয়েছেন জন ৬ লক্ষ ৯৭ হাজার ৩৩০ জন। সুস্থ হয়ে উঠেছেন ২২ লক্ষ ২২ হাজার ৫৭৮ জন। অন্য দিকে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৫৭৯৪।

আরও পড়ুন:এশিয়া মহাদেশের সবথেকে দুর্নীতি প্রবণ দেশ ভারত: সমীক্ষা

তবে আশার আলো দেখাচ্ছে মৃত্যু ও সুস্থতার হার।দেশে এখন মৃত্যুর হার ২ শতাংশের কম ৷ অপরপক্ষে সুস্থতার হার শতকরা প্রায় ৭৪%।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here