ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
পরপর তিনদিন করোনা আক্রান্তের সংখ্যা কমার পর দেশে আজ এক লাফে অনেকটাই বাড়ল আক্রান্তের সংখ্যা।
Spike of 64,531 cases and 1092 deaths reported in India, in the last 24 hours.
The #COVID19 tally in the country rises to 27,67,274 including 6,76,514 active cases, 20,37,871 discharged/migrated & 52,889 deaths: Ministry of Health and Family Welfare pic.twitter.com/vWHInDpgFW
— ANI (@ANI) August 19, 2020
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবার সকালের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৬৪৫৩১ জন, সঙ্গে মৃত্যু হয়েছে ১০৯২ জনের।
এই মুহূর্তে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৭ লক্ষ ৬৭ হাজার ২৭৪ জন। এর মধ্যে সক্রিয় রোগী রয়েছেন জন ৬ লক্ষ ৭৬ হাজার ৫১৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ২০ লক্ষ ৩৭ হাজার ৮৭১ জন। অন্য দিকে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫২৮৮৯।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584