ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
গত ২৪ ঘন্টায় নতুনভাবে ৮৬০৫২ জন করোনা আক্রান্ত ও ১১৪১ জনের মৃত্যুর ফলে দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৮ লক্ষের গণ্ডি পেরিয়ে গেল।
India's #COVID19 case tally crosses 58-lakh mark with a spike of 86,052 new cases & 1,141 deaths in last 24 hours.
The total case tally stands at 58,18,571 including 9,70,116 active cases, 47,56,165 cured/discharged/migrated & 92,290 deaths: Ministry of Health & Family Welfare pic.twitter.com/MQbENGXCxF
— ANI (@ANI) September 25, 2020
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবার সকালের রিপোর্ট অনুযায়ী
দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫৮ লক্ষ ১৮ হাজার ৫৭১ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৯ লক্ষ ৭০ হাজার ১১৬ জন।সুস্থ হয়ে উঠেছেন ৪৭ লক্ষ ৫৬ হাজার ১৬৫ জন।
অন্য দিকে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯২২৯০ জন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584