করোনা পরিস্থিতি: ৩১শে আগস্ট

0
55

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

আজকের পরিসংখ্যান

সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক করোনা দাপটের যে পরিসংখ্যান তুলে ধরেছে তাতে দেশে গত ২৪ ঘন্টায় নতুনভাবে করোনা আক্রান্ত হয়েছেন ৭৮৫১২ জন।ফলে দেশে মোট সংক্রমিতের সংখ্যা ৩৬ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবার সকালের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৭৮৫১২ এবং মৃত্যু হয়েছে ৯৭১ জনের। সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লক্ষ ৮১ হাজার ৯৭৫ জনে।সুস্থ হয়ে উঠেছেন ২৭ লক্ষ ৭৪ হাজার ৮০২ জন।অন্য দিকে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৪৪৬৯।

অন্যদিকে রবিবার বিশ্বে মোট করোনা সংক্রমিতের সংখ্যা ছাড়িয়ে গেল আড়াই কোটির গন্ডি।মধ্য জুলাই থেকে প্রতি চার দিনে ১০ লক্ষ করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এমনকি নিউজিল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার মত দেশগুলো যারা করোনাকে অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল, সেখানেও নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

আরও পড়ুন:তিন মাসের নোটিশেই যেতে পারে চাকরি, সিদ্ধান্ত কেন্দ্রের

সারা বিশ্বে এখন পর্যন্ত কমবেশি ৮ লক্ষ ৪৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে। তবে এখন পর্যন্ত তেমন কোনো ভ্যাকসিন বা ফলপ্রসূ চিকিৎসা আবিষ্কার হয়নি।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here