ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
দৈনিক করোনা আক্রান্তের নিরিখে শীর্ষ স্থান দখল করল ভারত। কেন্দ্রী স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী সাম্প্রতিক দেশে একদিনে নতুন করোনা আক্রান্তের সংখ্যা যেখানে বেশ কয়েকদিন ধরে ৫০ হাজারের উর্দ্ধে সেখানে করোনা মৃত্যুতে শীর্ষ স্থান অধিকার করা মার্কিন মুলুকে করোনা আক্রান্তের সংখ্যা গড়ে দৈনিক ৪৭ থেকে ৪৮ হাজারের মধ্যে। অন্যদিকে মৃত্যুতে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে দৈনিক করোনা আক্রান্তের গড় ২৫ হাজারের আশেপাশে।
Single-day spike of 52,050 positive cases & 803 deaths in India in the last 24 hours.
India's #COVID19 tally rises to 18,55,746 including 586298 active cases, 1230510 cured/discharged/migrated & 38938 deaths: Health Ministry pic.twitter.com/HVt5wRKeFy
— ANI (@ANI) August 4, 2020
কেন্দ্র স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবার সকালের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৫২০৫০ জন, সঙ্গে মৃত্যু হয়েছে ৮০৩জনের।
এই মুহূর্তে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৮৫৫৭৪৬। এর মধ্যে সক্রিয় রোগী রয়েছেন ৫৮৬২৯৮। সুস্থ হয়ে উঠেছেন ১২৩০৫১০ জন। অন্য দিকে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৮৯৩৮।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584