ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
গত ২৪ ঘন্টায় দেশে নতুনভাবে করোনা আক্রান্ত হয়েছেন ৭৪৪৪২ জন, মৃত্যু হয়েছে ৯০৩ জনের ।
India's #COVID19 tally crosses 66-lakh mark with a spike of 74,442 new cases & 903 deaths reported in last 24 hours.
Total case tally stands at 66,23,816 including 9,34,427 active cases, 55,86,704 cured/discharged/migrated cases & 1,02,685 deaths: Union Health Ministry pic.twitter.com/wQ0R1mVeYl
— ANI (@ANI) October 5, 2020
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবার সকালের রিপোর্ট অনুযায়ী
দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৬৬ লক্ষ ২৩ হাজার ৮১৬ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৯ লক্ষ ৩৪ হাজার ৪২৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫৫ লক্ষ ৮৬ হাজার ৭০৪ জন।
আরও পড়ুন:হাথরাস কান্ডে যোগী সরকারকে একহাত নিল এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া
অন্য দিকে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০২৬৮৫ জন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584