হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুক করা যাবে করোনা টিকার স্লট, ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের

0
123

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

করোনা টিকা নেওয়ার জন্য শুধুই কোউইন নয়, টিকা নেওয়ার পদ্ধতি আরও সহজ হয়ে গেল এবার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এবার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই বুক করা যাবে টিকার স্লট। স্বাস্থ্য মন্ত্রকের দাবি, এর ফলে আরও সহজ হয়ে গেল টিকা নেওয়ার পদ্ধতি।

দেখে নেওয়া যাক টিকার স্লট কিভাবে বুক করতে হবে হোয়াটসঅ্যাপেঃ

• প্রথমে ৯০১৩১৫১৫৯৫ এই নম্বরটি সেভ করতে হবে নিজের মোবাইল ফোনে।

• এরপরে নিজের হোয়াটসঅ্যাপ থেকে ওই নম্বরে ‘বুক স্লট’ লিখে একটি টেক্সট মেসেজ পাঠাতে হবে।

• মেসেজটি পাঠানোর কিছু পরেই আপনার কাছে একটি এসএমএস আসবে ৬ সংখ্যার ওটিপি সহ।

• এইবার ওই ওটিপি হোয়াটসঅ্যাপে পাঠালে টিকার স্থান, সময় ও কি টিকা নিতে চান সেই সব জানিয়ে একটি মেসেজ আসবে আপনার ফোনে।

• সেখান থেকে আপনার সুবিধা অনুযায়ী টিকা কেন্দ্র, সময়, কি টিকা নিতে চান তা লিখে পাঠানোর পরেই আরেকটি কনফারমেশন মেসেজ চলে আসবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here