তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
না এটা ডুয়ার্সের কোন শহর নয় যে শহরের রাস্তায় আপনি হাতি দেখছেন।এই শহরের নাম কালিয়াগঞ্জ শহর।এখানে সন্ধ্যা হলেই হাতির বদলে আপনি এন এস রোডের বিবেকানন্দ মির থেকে একটু তালতলার দিকে এগিয়ে এলেই আপনি ইচ্ছা মত গরু দেখতে পারবেন।না ভয় একদম নেই।এই গরুগুলি রাস্তার উপরে কোথাও বা মাঝ রাস্তায় বসে থাকে আবার কোথাও বা পথ চলতি মানুষদের এবং যানবাহন চলাচলে প্রতিদিন ব্যাঘাত সৃষ্টি করে চলেছে।জানা যায় এই গরুগুলির মালিক রাস্তার আশেপাশেই বসবাস করে।সব কিছুই জানে যেভাবে গুরুত্বপূর্ন একটি রাজ্য সড়কের উপর রাস্তা দখল করে গরু গুলি বসে থাকে।তাতে যে কোন সময় গরুগুলিকে বাঁচাতে গিয়ে যে কোন সময় অঘটন ঘটলেও ঘটতে পারে বলে এলাকার মানুষের অভিযোগ।তালতলার ব্যবসায়ীদের অভিযোগ এই গরুগুলো একই বাড়ির বলে দাবি করেন।কালিয়াগঞ্জ সরে এমনিতেই রাস্তার ও ড্রেনের কাজ চলছে।এমনিতেই মানুদের অতি সন্তর্পনে চলতে ফিরতে হয়।বর্তমানে রাস্তার কাজ চলায় এমনিতেই রাস্তার পরিসর বর্তমানে ছোট হয়ে গেছে।তার মধ্য সারিবদ্ধ ভাবে রাস্তা দখল করে যদি গরুগুলো দাঁড়িয়ে থাকে তাহলে কি অবস্থা হতে পারে তা সহজেই অনুমান করা যায়।কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যান কার্তক পালকে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন ঘটনাটি সঠিক।গরুর মালিককে এই ব্যাপারে জানানো হলেও তারা কোন গুরুত্ব দেননি।চেয়ারম্যান বলেন তিনি খুব শীঘ্রই একটা ব্যবস্থা নেবেন বলে জানান।এতে পথচারী ও যানবাহনের যাতায়াতে প্রচন্ড ব্যাঘাত সৃষ্টি ঘটছে বলে তিনি মনে করেন।
ফিচার ছবি প্রতীকী।
আরও পড়ুনঃ সমকামী পরিচালকের যৌন হেনস্থা অভিনেতাকে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584