প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
মারণ ভাইরাস ধ্বংসের জন্য বাজারে জীবাণুনাশক স্প্রে করা ছেড়ে, ডোবায় পড়ে যাওয়া একটি গরুকে বাঁচাতে ছুটে এসেছিলেন দমকল কর্মীরা। বুধবার দুপুর বারোটা নাগাদ ঘটনাটি ঘটে রায়গঞ্জ শহরের রামকৃষ্ণ সরনি এলাকায়।
জানা যায়, সেই সময় এলাকার বাজারে জীবাণুনাশক স্প্রে করছিল দমকল কর্মীরা। ঠিক সেই সময়তেই রামকৃষ্ণ সরনির ধারে একটি ডোবাতে গরু পড়ে যায়। দেখা মাত্রই খবর যায় দমকলে। খবর পেতেই ঘটনাস্থলে আসে দমকল কর্মীরা।
তড়িঘড়ি স্প্রে করার কাজ ছেড়ে ছুটে আসেন কর্মীরা। ঘটনাস্থলে তারা দড়ির সাহায্যে গরুটিকে টেনে কোনমতে পাশের রাস্তায় তোলেন।কিন্তু ডোবা থেকে তুলেও শেষ রক্ষা হল না। অবশেষে দুপুর দুটো নাগাদ গরুটি মারা যায়।
আরও পড়ুনঃ ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই উলুবনের একাংশ, চাঞ্চল্য এলাকায়
তবে এ বিষয়ে রায়গঞ্জ দমকল দফতরের এক কর্মী জানান, “সম্ভবত গরুটিকে কোন বিষাক্ত প্রানী কামড়েছিল। তারা যখন ডোবা থেকে গরুটিকে তোলেন, তখনই গরুটি নিস্তেজ ছিল। এদিন রায়গঞ্জে তাপমাত্রা বেশ বেশি ছিল। সুতরাং কোন সাপজাতীয় গরুটিকে দংশন করে থাকতে পারে”। তবে এলাকার লোকজন কোন প্রানী চিকিৎসকের পরামর্শ নেননি বলে দমকল কর্মীদের বক্তব্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584