অমৃতা চন্দ,কোচবিহারঃ
সীমান্তে গরু পাচারের অভিযোগে এক যুবককে গবাদি পশু সহ পুলিশের হাতে তুলে দেওয়ার পর ওই যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল।
বুধবার সিতাই ব্লকের সীমান্ত এলাকা দিয়ে ওই যুবক গরু পাচার করছিল বলে অভিযোগ। সীমান্তে টহলরত বিএসএফ গবাদি পশু সহ ওই যুবককে ধরে ফেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাকে মারধর করা হয় বলেও অভিযোগ।
আরও পড়ুনঃ পথ দুর্ঘটনায় মৃত বাইক আরোহীর দেহ নিয়ে বিক্ষোভ এলাকাবাসীর
এরপর বিএসএফ তাকে পুলিশের হাতে তুলে দিলে আহত অবস্থায় তাকে সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়। এরপর তাকে দিনহাটায় স্থানান্তরিত করা হয়।
তাকে দিনহাটা হাসপাতলে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ওই যুবকের নাম আজিদুল প্রামানিক (৩৩) বলে পুলিশ সূত্রে জানা গেছে। তার বাড়ি সিতাইয়ের কেশরী বাড়ি এলাকায়।
সিতাইর সীমান্ত এলাকায় গরু পাচারকারী মৃত্যুর ঘটনা পুলিশ খতিয়ে দেখছে। জেলার পুলিশ সুপার সন্তোষ নিম্বালকার বলেন কিভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584