নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউনের মধ্যে একের পর এক গবাদিপশু চুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায়। ইসলামপুর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় শনিবার গবাদিপশু সহ এক দুষ্কৃতীকে হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসী। এরপর ওই দুষ্কৃতীকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এই ঘটনার সঙ্গে যুক্ত অন্য দুস্কৃতীদের গ্রেপ্তার করার দাবি করেছেন এলাকার বাসিন্দারা। সেইসঙ্গে গবাদিপশু গুলিকে উদ্ধারের দাবিও তোলেন ক্ষুব্ধ এলাকাবসী।
আরও পড়ুনঃ দেগঙ্গায় এক দমকল কর্মী করোনা আক্রান্ত
তাদের অভিযোগ, মাত্র কয়েক দিনের মধ্যে ওই এলাকা থেকে প্রায় ১০টি গবাদিপশু চুরি গিয়েছে। গবাদি পশু চুরি বেড়েছে দেখে ভদ্রকালী গ্রামে রাত জেগে পাহারার ব্যবস্থা করেছেন বাসিন্দারা। তখনই ওই দুষ্কৃতীকে গবাদি পশু সমেত হাতেনাতে ধরে ফেলেন বাসিন্দারা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584