সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
সুন্দরবনের জঙ্গলের ভেতর দিয়ে বাংলাদেশে পাচার হচ্ছিল গরু। সঙ্গে ছিল গুলি ও বন্দুক। গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে ওই এলাকায় হানা দেয় পুলিশ। বাংলাদেশে পাচার হওয়ার আগেই পুলিশের তৎপরতায় ধরা পড়ল এইসব চোরাই সামগ্রী।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন উপকূলীয় থানার মরিচঝাঁপি এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে একটি মোটর চালিত ভুটভুটিতে করে ভারতীয় সীমান্ত থেকে বাংলাদেশের দিকে প্রবেশ করছিল বেশ কয়েকটি গরু।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদ, এর্নাকুলামে এনআইএ-র বিশেষ অভিযান, ধৃত ৯ জঙ্গি
গোপন সূত্রে খবর পেয়ে উপকূলীয় থানার ওসি সুশোভন সরকারের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। ধরা পড়েছে একটি ভুটভুটি, নয়টি গরু ও বেআইনি অস্ত্র।
আরও পড়ুনঃ কালচিনিতে অজগর উদ্ধার
বেআইনি অস্ত্রের মধ্যে পনেরো রাউন্ড গুলি ও একটি বন্দুক পাওয়া গেছে। পুলিশের তাড়া খেয়ে নৌকায় থাকা চোরাচালানকারীরা জলে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584