তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জঃ
গত দিন পনেরো ধরে কালিয়াগঞ্জও বিভিন্ন গ্রামে এক অজানা রোগে প্রতিদিন গরুর মৃত্যু হলেও প্রাণী সম্পদ দফতরের নেই কোন তৎপরতা।জানা যায়, প্রতিদিন অজানা রোগে গরুর মৃত্যু হলেও প্রাণী সম্পদ দফতর গরু পালকদের শুধুমাত্র গরুর খুরা রোগের ওষুধ দিয়েই তাদের দায়িত্ব শেষ করছে।কি কারনে হঠাৎ করে এই ভাবে প্রতিদিন গরুগুলি মারা যাচ্ছে সেদিকে তেমন ভাবে তৎপরতা দেখা যাচ্ছেনা। অধিকাংশ বাড়িতে এসে প্রাণী সম্পদ দফতর থেকে খুরা রোগের ওষুধ দিলেও তা কোন কাজে লাগছেনা বলে গরু পালকেরা অভিযোগ করে।জানা যায় কালিয়াগঞ্জ শহর সংলগ্ন এলাকায় যারা দুধের ব্যবসা করে জীবন যাপন করে তাদের অনেকের বাড়ির একসাথে দুই থেকে তিনটি গরু মারা গেছে।গরু পালকরা সর্বস্বান্ত হয়ে দিশেহারা হয়ে পড়েছে।তাদের দাবি কালিয়াগঞ্জ ব্লকের প্রাণী সম্পদ দফতরকে অবিলম্বে যুদ্ধকালীন ভিত্তিতে এর মোকাবিলায় তৎপরতার সাথে কাজ করার আহ্বান জানান।যদিও কালিয়াগঞ্জ ব্লকের প্রাণী সম্পদ দফতরের সাথে যোগাযোগ করেও তাদের সাথে কথা বলা যায়নি।
আরও পড়ুনঃ পুলিশের সাথে ধস্তাধস্তি ধর্মঘটীদের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584