নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
দলের ভেতরেই প্রশ্নের মুখে তরুণ সিপিআই নেতা কানহাইয়া কুমার। দল বিরোধী মন্তব্য এবং তাঁর সমর্থকদের উদ্ধত আচরণের অভিযোগে কানহাইয়াকে সতর্ক করল তাঁর দল সিপিআইয়ের কেন্দ্রীয় কমিটি। জেএনইউয়ের ছাত্র সংসদের প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রস্তাবও পেশ করেছে তাঁর দল।
গত ২৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত হায়দরাবাদে সিপিআইয়ের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গিয়েছে, সেই বৈঠকে কানহাইয়ার আচরণ নিয়ে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেন ডি রাজা-সহ সিপিআইয়ের কেন্দ্রীয় নেতারদের অনেকেই। সম্প্রতি একাধিক কারণে বিতর্কের কেন্দ্রে এসেছেন জেএনইউয়ের প্রাক্তন ছাত্রনেতা। প্রথমত, সরাসরি দলের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি।
এছাড়া তাঁর সমর্থকরা সম্প্রতি দলেরই এক নেতার বিরুদ্ধে চড়াও হয়েছেন। বিহারের নেতাদের অভিযোগ, গত ১ ডিসেম্বর কানহাইয়া তাঁর দলবল নিয়ে দলীয় কার্যালয়ে ঢুকে নিজেরই দলের নেতা ইন্দু ভূষণকে মারধর করেছেন। শুধুমাত্র দলের একটি বৈঠক পিছিয়ে যাওয়ার খবর তাঁদের জানানো হয়নি বলে, কানহাইয়ার সমর্থকরা দলের ওই পদাধিকারীকে মারধর করেন এবং দলীয় কার্যালয়ে ভাঙচুরও চালান। স্বাভাবিকভাবেই তা নিয়ে ক্ষুব্ধ সিপিআই নেতারা।
আরও পড়ুনঃ শাহিনবাগ বানিয়ে তুলবেন না- হুঁশিয়ারি কেন্দ্রের
যদিও, কানহাইয়া পরে দাবি করেন, সেদিনের ঘটনা তাঁর উপস্থিতিতে ঘটেনি। নিজের অনুগামীদের আচরণের জন্য ক্ষমাও চেয়ে নেন তিনি। এর আগেও জেএনইউয়ের প্রাক্তন ছাত্রনেতা বিতর্কে জড়িয়েছিলেন নিজের দল সিপিআইকে ‘কনফিউশন পার্টি অফ ইন্ডিয়া’ নামে কটাক্ষ করে। সেই বক্তব্যের জন্যও পরে তাঁকে ব্যাখ্যা দিতে হয়।
আরও পড়ুনঃ পথ দুর্ঘটনার কবলে প্রিয়াঙ্কার কনভয়
জানা গিয়েছে, সদ্য শেষ হওয়া সিপিআই কেন্দ্রীয় কমিটির বৈঠকে কানহাইয়াকে সতর্ক করে একটি প্রস্তাব পেশ করা হয়। কেন্দ্রীয় কমিটির মাত্র ৩ জন সদস্য ছাড়া বাকি সকলেই কানহাইয়ার বিরুদ্ধে আসা সেই প্রস্তাবকে সমর্থন করেন। ওই বৈঠকে দলের কেন্দ্রীয় কমিটির ১১০ জন সদস্য উপস্থিত ছিলেন।
তবে, কানহাইয়া নিজে উপস্থিত ছিলেন না অসুস্থতার কারণে। যেভাবে কানহাইয়ার অনুপস্থিতিতে তাঁর বিরুদ্ধে প্রস্তাব পাশ করানো হল, তা বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, তরুণ বামপন্থী মুখ হিসেবে যথেষ্টই নজর কেড়েছেন কানহাইয়া।
সদ্য শেষ হওয়া বিহার ভোটে বামেদের ভাল ফলের নেপথ্যেও অনেকেই তাঁর উল্লেখযোগ্য ভূমিকা আছে বলে মনে করেন। মূলত তাঁর ভাবমূর্তির উপর ভর করেই যুবসমাজকে ফের আকৃষ্ট করতে চাইছে বামেরা। এরকম একজন তরুণ নেতা কেরিয়ারের শুরুতেই রীতিমতো হোঁচট খেলেন নিজের দলের ভেতরেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584