মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
রাজ্য বিধানসভা নির্বাচনে বাম শূণ্য হওয়ার পর সম্প্রতি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছিলেন, “সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী যে কোনও দলের সঙ্গে কাজ করতে আমরা প্রস্তুত।” এরপর থেকেই বামফ্রন্টকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এবার বামেদের সুরেই কথা বলল সিপিআই।

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, “২০২১-এর রাজ্য বিধানসভা নির্বাচনে মানুষের মেজাজটা ঠিক বুঝতে পারিনি আমরা, তাই এই ঐতিহাসিক বিপর্যয় নেমে এল লাল শিবিরের উপর। ধীরে ধীরে আমরা যে কতটা জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছি তা এবার স্পষ্ট হয়ে গিয়েছে।”
সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “২০২১-এর বিধানসভা নির্বাচনে বামেরা শূন্য হয়ে গিয়েছে। কিন্তু সংখ্যা নিয়ে বুঁদ ছিলাম। সর্বহারা হয়ে আমরা এখন রোগীর মৃত্যুর পর ওষুধ খুঁজছি। বামপন্থীদের কাছে এটা মৃত্যুর সমান। একসময় শিল্পায়নের তত্ত্ব দিয়ে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ি। নন্দীগ্রাম, সিঙ্গুরই আমাদের এই বিপর্যয়ের কারণ।”
আরও পড়ুনঃ ‘জাগো বাংলা’য় নিবন্ধ লিখলেন অনিল বিশ্বাসের কন্যা অজন্তা, মমতা প্রসঙ্গে জানা যাবে আগামীকাল
এরপরই অতীত ভুলে সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সঙ্গেও জোট করতে তাঁদের যে কোনো আপত্তি নেই, সেকথা প্রকাশ্যে বলেন সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক সম্মেলনে রাজ্যে তৃণমূলের ক্ষমতা সম্পর্কে এদিন সিপিআই নেতা বলেন, “এতদিন তৃণমূলকে ছোট করে দেখে আমরা ঠিক করিনি। বিজেমুল কথাটা ভালোভাবে নেয়নি আমজনতা। বিজেপির মতো শক্তিকে হারাতে হলে তৃণমূলের মতো শক্তিকেই প্রয়োজন। সেক্ষেত্রে বাংলায় যতই বিরোধ থাকুক না কেন সর্বভারতীয় স্তরে তৃণমূলের সঙ্গে জোট বাধতে সিপিআইয়ের কোনো আপত্তি নেই।”
আরও পড়ুনঃ বিরোধী জোটের মুখ তাহলে কে! ‘ক্যাডার হয়ে থাকতে চাই’, বললেন মমতা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584