২৭ শে সেপ্টেম্বর ধর্মঘটের সমর্থনে মেদিনীপুরে বামপন্থী দলসমূহের অবস্থান-বিক্ষোভ

0
53

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর:

আগামী ২৭ শে সেপ্টেম্বর দেশব্যাপী আহুত ধর্মঘটের সমর্থনে বামপন্থী দলসমূহের উদ্যোগে অবস্থান-বিক্ষোভ অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরে।

CPIM
নিজস্ব চিত্র

কৃষিতে কর্পোরেটদের অণুপ্রবেশ, শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া শ্রম আইন, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, ওষুধ সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র মূল্যবৃদ্ধি, রেললাইন, হাইওয়ে, সমুদ্র, বিমান বন্দর পুঁজিপতিদের কাছে বিক্রির প্রতিবাদে, সমস্ত সরকারী শূন্যপদে লোক নিয়োগ, শ্রমজীবী মানুষের কাজের নিরাপত্তা ও উপযুক্ত সামাজিক সুরক্ষার দাবীতে, বিদ্যুৎবিল প্রত্যাহারের দাবিসহ আরো বিভিন্ন দাবীদাওয়াকে সামনে রেখে সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে আগামী ২৭ শে সেপ্টেম্বর সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

 

আরও পড়ুনঃ দু’টি ঘূর্ণাবর্তের সম্ভাব্য অভিমুখ বাংলা-ওড়িশা উপকূল, পুজোর আগে বৃষ্টি বাড়ার ইঙ্গিত

সেই ধর্মঘটকে সমর্থন জানিয়ে রবিবার দুপুরে বামপন্থী দলসমূহের উদ্যোগে অবস্থান ও বিক্ষোভ অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরে। মেদিনীপুর শহরের গান্ধী মোড়ে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন কীর্তি দে বক্সী, গোপাল প্রামাণিক, বিপ্লব ভট্ট, কমল ঘোষ, দিলীপ নায়েক, শক্তি ভট্টাচার্য প্রমুখ নেতৃবৃন্দ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here