জোটের জট রেখেই ব্রিগেড সমাবেশের ডাক বাম – কংগ্রেসের

0
97

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

তিন জেলায় জোটের জট রেখেই মোট একশো তিরানব্বই আসনে রফা করে ফেলল বাম ও কংগ্রেস। বৃহস্পতিবার বিধান ভবনে জোটের বৈঠকে ঠিক হয়েছে, ২০১৬র বিধানসভায় যে কটি আসনে কংগ্রেস লড়াই করেছিল, সেই ৯২টি আসনই তাদের ছাড়া হবে। বামেরা লড়বে ১০১টি আসনে। সবমিলিয়ে ২৯৪টি আসনের মধ্যে ১৯৩ টি আসনে বাম-কংগ্রেস লড়ছে।

leaders in meeting | newsfront.co
বাম – কংগ্রেস নেতৃত্বদের যৌথ আলোচনা। নিজস্ব চিত্র

বাকি ১০১টি আসন নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই। মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার ও পুরুলিয়া বিধানসভার আসন নিয়ে দু’পক্ষই একমত হতে পারেনি। এবিষয়ে আরো কয়েকবার বসতে হবে বলে মনে করা হচ্ছে। এদিনের বৈঠকে ব্রিগেডের চূড়ান্ত দিনক্ষণ স্থির হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি ব্রিগেডে সমাবেশের মধ্যে দিয়েই বাম-কংগ্রেস জোটের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। অতিথি তালিকায় থাকছেন একাধিক সর্বভারতীয় নেতৃত্ব।

গত পঁচিশ জানুয়ারি (গত সপ্তাহে) একবার নিজেদের মধ্যে আসন বণ্টন নিয়ে বৈঠকে বসেছিল বাম-কংগ্রেস। তাতে বেশ কয়েকটি আসন নিয়ে আলোচনা হয়। কংগ্রেসের তরফে প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ১৩০টি আসনের দাবি করেছিলেন, যা মেনে নেওয়া হয়নি বামেদের তরফে। রাজনৈতিক মহলের মতে, বামেদের ১৬টি শরিক দল। তাদের সবাইকে নিয়েই জোটে লড়তে হবে। ফলে জোট শরিকদের সকলের দাবি মেনে তাদের আসন ছাড়তে হবে।

আরও পড়ুনঃ দ্বারিবেড়িয়াতে কুনাল – শতাব্দীর সভা,ঊর্ধ্বমুখী রাজনৈতিক উত্তাপ

তাই সবদিক বজায় রেখে বামেদের পক্ষে জোট সফল করার বাধ্যবাধকতা অনেক বেশি। এই পরিস্থিতিতে বামেরা ১০১টি আসনে লড়বে। তবে শরিকদের দাবি মেনে আরও আসন তাদের ছাড়তে হতে পারে। জোট জট অব্যাহত তিন জেলায়। মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার, পুরুলিয়া। কারণ, এই তিন জেলাতেই কংগ্রেস এবং বাম – উভয়ের ভিতই শক্ত। অন্যদিকে, নদিয়া এবং দক্ষিণ দিনাজপুরের কিছুটা অংশেও একই পরিস্থিতি।

আরও পড়ুনঃ ইস্তফাপত্র ফিরিয়ে পটাশপুরে দুই স্থানীয় তৃণমূল নেতাকে স্বপদে বহাল

তাই আসন বণ্টন নিয়ে দু’পক্ষের মতৈক্য হওয়া কিছুটা কঠিন হয়ে পড়ছে। অন্যদিকে, এদিনের বৈঠকে ঠিক হয়েছে বাম-কংগ্রেসের যৌথ ব্রিগেড সমাবেশের দিনক্ষণ। আগামী ২৮ ফেব্রুয়ারি ব্রিগেডে জোটের রাজনৈতিক সমাবেশ। বক্তা হিসেবে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ছাড়াও আমন্ত্রিত হতে চলেছেন কানহাইয়া কুমার (সিপিআই কেন্দ্রীয় কমিটির সদস্য), তেজস্বী যাদব (আরজেডি বিধায়ক) ও জিগ্নেশ মেওয়ানি (গুজরাটের নির্দল বিধায়ক)।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here