জোটে জট! ভেস্তে গেল বাম- কংগ্রেসের দ্বিতীয় বৈঠক

0
78

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেসের আসন সমঝোতা নিয়ে প্রথম বারের পর দ্বিতীয় বৈঠকও ভেস্তে গেল। এরপর আগামী পঁচিশে জানুয়ারি ফের বৈঠক বসছে বলে জানা গেছে। তবে সেদিনের বৈঠকে থাকছেন না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। রবিবার আর এসপি’র ক্রান্তি প্রেসে বসে এই বৈঠক।

cpim and congress | newsfront.co
প্রতীকী চিত্র

কিন্তু এদিনের বৈঠক শেষেও আসন বন্টন নিয়ে সমাধান সূত্র বের হল না। সূত্রের খবর, এদিন বৈঠকে কংগ্রেস একশোর বেশি আসন দাবি করে। এই দাবির সঙ্গে সম্মত হতে পারেনি বাম নেতৃত্ব। এরপর দু’পক্ষ আরও বেশ কয়েকবার নিজেদের মধ্যে কথা বলবে। চলতি মাসের শেষেই আসনরফা সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। কংগ্রেস সূত্রে আগেই জানা গেছে, দিল্লির সর্বভারতীয় নেতৃত্ব চাইছেন বাম – কংগ্রেস আসন সমঝোতা জানুয়ারির মধ্যে শেষ হোক।

adhir chowdhury and biman bosu | newsfront.co
সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী ও বিমান বসু। নিজস্ব চিত্র

ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেন,’দুহাজার ষোলোর তুলনায় এবার কংগ্রেস নেতৃত্ব বেশি আসন দাবি করে। আমাদের তরফে কাদের আসন কমানো হবে, বা না হবে তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে হবে। আবার পরবর্তী সময়ে আলোচনা হবে।’ প্রসঙ্গত, দুহাজার ষোল সালে বাম- কংগ্রেস আসন সমঝোতা করে বিধানসভা ভোট লড়ে। সেক্ষেত্রে কংগ্রেস বিরানব্বইটি আসনে লড়ে।

আরও পড়ুনঃ পণ ভেঙে দলের সভায় যোগ দিলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর

বাকী দুশ দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বামেরা। তবে আসন রফা নিয়ে দর কষাকষি করতে বসে দু’পক্ষের মধ্যে যে ব্যাপক টানাপোড়েন চলে। এদিনের বৈঠক শেষে প্রদেশ কংগ্রেস সভাপতি ও বামফ্রন্ট চেয়ারম্যানের গলায় তা স্পষ্ট। দুজনেই জানান, জোট রফা সম্পন্ন করতে আরও বেশকিছুটা সময় লাগবে। আরও বেশি করে নিজেদের মধ্যে কথা বলতে হবে।

বিমান বসু জানান, “দু’পক্ষের মধ্যে কোনও তিক্ততা ছাড়াই আসন রফা হবে।” অধীর চৌধুরীর কথায়, “এটা একটা প্রক্রিয়া। বামফ্রন্টের শরিকরা নিজেদের মধ্যে আরও আলোচনা করবে। কংগ্রেসও নিজেদের মধ্যে কথা বলবে।”এদিন বৈঠকের পর সাংবাদিকদের সামনে মেজাজ হারান অধীর চৌধুরী। এরপরই প্রশ্ন উঠছে, তবে কী আলোচনা মসৃন হয় নি? সূত্রের খবর, দু’পক্ষই লিস্ট তৈরি করেছে।

বৈঠকে ১২০-১৩০ আসনের দাবি করেছে কংগ্রেস। তাতে সম্মত হয়নি বামফ্রন্ট। ২৫ তারিখ ফের বৈঠকে বসবে দু’পক্ষ। ফলে সেখানে অবশ্য থাকবেন না অধীর। সূত্রের খবর, ২৮ তারিখ চূড়ান্ত হতে পারে আসন বোঝাপড়া।
এদিন সকালে ক্রান্তি প্রেসে বৈঠক বসে বাম ও প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।

আরও পড়ুনঃ আগামীকাল নন্দীগ্রামে সভা মমতার, মুখ্যমন্ত্রীর খাসতালুকে হানা শুভেন্দুর

বামেদের তরফে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, আরএসপির পক্ষ থেকে মনোজ ভট্টাচার্য ও সিপিআইয়ের স্বপন বন্দোপাধ্যায়। কংগ্রেসের তরফে ছিলেন প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও রাজ্য সভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য।

আসনরফার সূত্র খুঁজতে বসে দু’পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয় বলে সূত্রের খবর। মূলত কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত মুর্শিদাবাদ, মালদা ও পুরুলিয়া এই তিন জেলা নিয়েই সমস্যা তৈরি হচ্ছে বলে জানা গিয়েছে। এছাড়াও কংগ্রেস গতবারের তুলনায় তিরিশটিরও বেশি আসন দাবি করায় তা মানতে চাইছে না বাম নেতৃত্ব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here