নামখানায় প্রচারে সিপিআইএম প্রার্থী মুকুলেসুর রহমান

0
89

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

মুখটা নতুন হলেও তিনিও প্রচারে খামতি রাখতে চান না। বৃহস্পতিবার সাগর বিধানসভার সিপিআইএম প্রার্থী ডক্টর মুকুলেসুর রহমান। নামখানার মৌসুনি দ্বীপে কয়েকশো সিপিআইএম কর্মী সমর্থকদের নিয়ে প্রচার সারলেন তিনি। একেবারেই নতুন মুখ মুকুলেসুর।

cpim candidate | newsfront.co
প্রচারে বাম প্রার্থী। নিজস্ব চিত্র

তিনি জানান, এবারের লড়াইটা এত সহজ নয়। কারণ, সাগর বিধানসভার তিনবারের বিধায়ক তথা এবারের তৃণমূল প্রার্থী বঙ্কিম চন্দ্র হাজরা ও বিজেপি প্রার্থী বিকাশ চন্দ্র কামিলার সঙ্গে লড়াই। সকালে কর্মীদের সঙ্গে চা খেয়ে মৌসুনির বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের কাছে পৌঁছে যান এবারের প্রার্থী। তিনি পরিচিত মুখ নন।

vote campaigning | newsfront.co
নিজস্ব চিত্র

তবুও মানুষের মধ্যে ব্যাপক সাড়া পেয়ে তিনি আপ্লুত। ভোটের ইস্যু হিসাবে তিনি এবার সামনে রাখতে চাইছেন প্রত্যন্ত দ্বীপের পানীয় জল এবং এখানকার এলাকার মানুষের কর্মসংস্থানকে।

আরও পড়ুনঃ শুভেন্দু গো ব্যাক স্লোগান উঠল সোনাচূড়ায়

তিনি জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী। যদি তিনি জেতেন তাহলে এই মৌসুনি দ্বীপের হাসপাতালে ২৪ ঘন্টা ডাক্তারি সেবা এবং নদীর কাজ ও পানীয় জলের সমস্যার সমাধান করার চেষ্টা করবেন বলে জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here