নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
২০২১-এর বিধানসভা ভোটে তরুণ ব্রিগেডের হাত ধরে ঘুরে দাঁড়ানোর লড়াইতে সিপিআইএম। প্রার্থী তালিকায় রয়েছেন বহু নতুন মুখ। রাজ্যে বিধানসভা নির্বাচনে এবার ত্রিমুখী লড়াই… শাসকদল তৃণমূল কংগ্রেস, বিজেপি ও বাম- কংগ্রেস-আইএসএফ’এর জোট সংযুক্ত মোর্চা।
সব দলেই রয়েছে বেশ কিছু নতুন মুখ। তবে সিপিআইএম বহু বছর পরে একঝাঁক তরুণ মুখকে প্রার্থী করেছে। বেশিরভাগই প্রথম বারের জন্য প্রার্থী হয়েছেন। তবে তার মধ্যে কসবা কেন্দ্রের প্রার্থী শতরূপ ঘোষের অভিজ্ঞতা রয়েছে বিধানসভা নির্বাচনে লড়াই করার। ২০১১ সালে প্রথমবার তিনি নির্বাচনে প্রার্থী হন।
এরপর ২০১৬ সালেও কসবা থেকেই ভোটে লড়েছেন তিনি। দুবারই জিততে পারেননি। তবে লড়াই এর ময়দান ছাড়তে নারাজ আশুতোষ কলেজের এই প্রাক্তনী। তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী জাভেদ খানের বিরুদ্ধে সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী শতরূপ।
আরও পড়ুনঃ কয়লা পাচার কাণ্ডে নয়া মোড়! অভিষেকের স্ত্রী ও শ্যালিকার অ্যাকাউন্টে বিশাল অংকের অর্থের লেনদেন
নির্বাচন কাছে হলফনামায় নিজের সম্পত্তির যে হিসেব দাখিল করেছেন তাতে দেখা যাচ্ছে তাঁর হাতে রয়েছে নগদ ২০০০টাকা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বালিগঞ্জ শাখায় তাঁর অ্যাকাউন্টে রয়েছে ১ লক্ষ ৬০ হাজার ৩৬১ টাকা ৩৩ পয়সা। আরেকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের রুবি পার্ক শাখায় একটি জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে তাঁর, সে অ্যাকাউন্টে রয়েছে ৪০ হাজার টাকা। তাঁর নিজের নামে কোন বাড়ি, জমি, গাড়ি নেই। শেয়ার বাজারে কোন বিনিয়োগ নেই। কোন ব্যাংকঋণও নেই তাঁর নামে।
আরও পড়ুনঃ ‘অ্যান্টি রোমিয়ো স্কোয়াড’ তৈরির প্রতিশ্রুতি দিলেন যোগী আদিত্যনাথ
পেশায় নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর বলেন তিনি এবং সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ তিনি। আগে দুবার জিততে না পারলেও এবার তিনি জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী। এই তরুণ ব্রিগেডের ওপর ভরসা করে সিপিআইএম কতটা তাদের হৃত গৌরব পুনরুদ্ধার করতে পারে সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584