নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
সোমবার মনোনয়ন পত্র জমা দিয়েছেন শালবনি বিধানসভা কেন্দ্র থেকে সংযুক্ত মোর্চার সিপিএম দলের প্রার্থী রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ। এর পর তিনি প্রচারে নেমে পড়েছেন।
মঙ্গলবার শালবনি বাজারে মিছিল করে ভোটের প্রচার সারেন। তাই মঙ্গলবার সুশান্ত ঘোষকে ফের স্বমহিমায় প্রচারে দেখা গেল। তবে সেভাবে মিছিলে লোকজন ছিল না। তাতে কি আছে। সুশান্ত ঘোষ গর্জন ছাড়তে ভুলে যায়নি।
তিনি মিছিল থেকে ওই এলাকার বাসিন্দাদের বলেন, আপনারা কেউ ভয় করবেন না,আমি আপনাদের পাশে আছি। গত দশ বছরে মানুষের উপর অনেক অত্যাচার হয়েছে।মানুষ চুপ করে সব কিছু মেনে নিয়েছে, কিন্তু আর কেউ চুপ করে থাকবেনা। এবার অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে।
আরও পড়ুনঃ নন্দীগ্রামে ভোট প্রচারে তৃণমূল সুপ্রিমোর গলাতেও শোনা গেল ‘খেলা হবে’
তিনি গ্রামবাসীদের অভয় দিয়ে বলেন, “যদি কেউ আপনাদের গায়ে হাত দেয়,তাহলে তার কিভাবে মোকাবিলা করতে হয় তা আমার জানা আছে।” যখন সুশান্ত ঘোষ ভোট দেওয়ার আবেদন জানিয়ে মিছিল করছেন তখন মানুষ উঁকিঝুঁকি মেরে তাকে দেখছেন। কিন্তু কেউ কোনো প্রতিবাদ করেনি।
আরও পড়ুনঃ ঝাড়গ্রামের চারটি আসনে মনোনয়ন পত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা
তবে স্থানীয় বাসিন্দারা বলেন আমরা ছোট আঙারিয়া গণহত্যার কথা ভুলে যায়নি, ভুলে যায়নি বেনাচাপড়া কঙ্কাল কাণ্ডের ঘটনা। তাই ওই এলাকার সাধারণ মানুষ এবারও বামেদের দিক থেকে মুখ ফিরিয়ে নিবে বলে জানান। তাই সুশান্ত ঘোষের মিছিলকে কেন্দ্র করে শালবনি বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে ওই মিছিল কে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিন্তু সুশান্ত ঘোষের মিছিল কে কোন গুরুত্ব দিতে চায়নি তৃণমূল কংগ্রেস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584