সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী ডাঃ ফুয়াদ হালিমের উপর আক্রমণ।আক্রান্ত ফুয়াদ হালিমের অভিযোগ,তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে।
ঘটনার প্রকাশ এই যে,ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত স্রোতের পোল থেকে আজ বিকেল চারটে থেকে পূর্বানুমতির ভিত্তিতে প্রচারে বেরোনোর কথা ছিল প্রার্থীর।সেই মত কর্মী সমর্থকরা জমায়েত হয়।সঙ্গে নির্বাচন কমিশনের প্রতিনিধি এবং পুলিশ প্রশাসনেরও সাথে থাকার কথা ছিল বলে জানিয়েছেন ডাঃ ফুয়াদ।
আরও পড়ুনঃ শিল্পের দাবীকে সামনে রেখেই ভোট প্রচারে বামফ্রন্ট
ইতিমধ্যে সাকির ফকির এবং সুশান্ত জানার নেতৃত্বে ত্রিশ চল্লিশের জনের একটি বাইক বাহিনী ঘটনাস্থলে হাজির হয়ে প্রচারে বাধা দিতে আক্রমণ নামিয়ে আনে প্রার্থী এবং সঙ্গী কর্মী সমর্থকদের উপর।বাঁশ দিয়ে ডাঃ ফুয়াদের মাথায় মারা হয়,এলোপাথাড়ি পেটে বুকে লাথি ঘুষিও মারা হয়।
হালিম বাবু সংবাদমাধ্যমের সামনে অভিযোগ করেছেন যে,আক্রমণের ঠিক পূর্বে পুলিশ এবং নির্বাচন কমিশনের প্রতিনিধিরা স্থান ত্যাগ করে চলে যায়।
ডাঃ ফুয়াদ হালিম সহ সাত আট জন কর্মী আহত বলে জানা গেছে।আহতদের আমতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করা হয়।হাসপাতালে এসে পৌঁছেছেন সিপিআই(এম) জেলা সম্পাদক শমীক লাহিড়ী।ফোনে নির্বাচন কমিশনে এবং থানায় অভিযোগ জানানো হয়েছে বলে জানান ফুয়াদ।চিকিৎসার পর লিখিত অভিযোগ জানাবেন বলে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584