কৃষক-ক্ষেতমজুর,পরিযায়ী শ্রমিকদের সংবর্ধনা

0
43

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

সিপিআইএম দলের কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় খাদ্য যোদ্ধা কৃষক, ক্ষেতমজুর ও পরিযায়ী শ্রমিকদের ফুলের মালা পরিয়ে, মিষ্টি খাইয়ে সংবর্ধনা জানানো হয়।

cpim congratulate to Migrant workers in west medinipur | newsfront.co
নিজস্ব চিত্র

শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকে সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে কেশপুর বাজারে সিপিআইএমের দলীয় কার্যালয় জামশেদ আলী স্মৃতি ভবন প্রাঙ্গণে কৃষক ও শ্রমিকদের সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

মোট ২৬ জনকে সংবর্ধনা জানানো হয় এদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম দলের কেশপুর -এর প্রাক্তন বিধায়ক রামেশ্বর দোলাই। তিনি বলেন কৃষক,ক্ষেতমজুর ও শ্রমিকদের দাবি কেন্দ্র ও রাজ্য সরকারকে সমাধান করতে হবে। কৃষক,ক্ষেতমজুর,পরিযায়ী শ্রমিকদের ও অসংগঠিত শ্রমিকদের আর্থিক সাহায্য করতে হবে, শ্রমিক ও কৃষক দের বঞ্চিত করা চলবে না, তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আরও পড়ুনঃ ক্লান্ত পরিযায়ী শ্রমিকদের পাশে স্থানীয় প্রশাসন

যারা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলিয়ে খাদ্য উৎপাদন করে তাদের বঞ্চিত করা চলবে না। তিনি আরো বলেন, করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে দেশজুড়ে লকডাউন চলছে, বিভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে রাজ্যের পরিযায়ী শ্রমিকেরা আটকে রয়েছে।

তাদের দ্রুত ফিরিয়ে আনার জন্য রাজ্যকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তাদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে।

যাতে কোনো শ্রমিক ও কৃষক বঞ্চিত না হয় সেদিকে সরকারকে নজর রাখতে হবে। তিনি আরো বলেন যে সারা ভারত কৃষক সভা ক্ষেতমজুর, কৃষক ও শ্রমিকদের পাশে রয়েছে আগামী দিনেও থাকবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here