জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
পৌরসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই কান্দি পৌরসভার তৃণমূলের সঙ্গে টক্কর দিতে হাতে কাস্তে ধরার বার্তা দিলেন মুর্শিদাবাদের জেলার সিপিআইএম জেলা সম্পাদক জামির মোল্লা। আসন্ন পৌর নির্বাচন নিয়ে শুক্রবার কান্দিতে সাংবাদিক বৈঠক করেন বামফ্রন্ট নেতৃত্ব কান্দি সিপিআইএম এরিয়া কমিটি কার্যালয়ে। জেলা সম্পাদক জামির মোল্লা সাংবাদিক বৈঠক করে আসন্ন পৌর নির্বাচনে বামফ্রন্ট কিভাবে লড়াই করবে তা নিয়ে আলোচনা করেন পাশাপাশি তিনি জানান, “যারা তৃণমূল এবং বিজেপিকে হারাতে পারবে এমন ধর্মনিরপেক্ষ শক্তির সঙ্গে জোট করার প্রস্তাব রাখছি। ”
এবিষয়ে কংগ্রেস সঙ্গে জোটের প্রসঙ্গে জিজ্ঞেস করলে তিনি বলেন, “কান্দি পৌরসভায় যে সমস্ত ওয়ার্ডে বামেরা তুলনামূলক ভাবে কম শক্তিশালী সেখানে কংগ্রেস কিংবা যে কোনো ধর্মনিরপেক্ষ শক্তি প্রার্থী দিলে বামফ্রন্ট তাকে সমর্থন করবে।”
এ বিষয়ে কান্দি বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা সফিউল আলম খান বলেন, “বামেরা যে প্রস্তাব দিয়েছে আমরাও সেই একই প্রস্তাব দিচ্ছি এবং সমর্থন করছি। কংগ্রেস যে সমস্ত ওয়ার্ডে পার্থী দেবে না বামফ্রন্ট দিলে আমরা সমর্থন করব।”
জোট প্রসঙ্গে কান্দি তৃণমূল নেতৃত্ব এই ধর্মনিরপেক্ষ জোটকে বাম কংগ্রেসের ঘোলা জলে মাছ ধরা আর ছেলে খেলা বলে কটাক্ষ করেছেন। কান্দি পৌরসভার ১৮ টি ওয়ার্ডে মধ্যে ১৮ টিই তৃণমূল কংগ্রেসের জয়ী হবে বলে দাবী করেছেন। যদিও বামেদের অনেক নতুন মুখ তুলে আনার চেষ্টা করছেন যেখানে থাকবে রেড ভলেন্টিয়ার্স মতো ছাত্র যুব স্বেচ্ছাসেবক। বামেদের শুক্রবার প্রার্থী ঘোষণা করার কথা ছিল কিন্তু জোটের পথ খোলা রাখতেই পিছিয়ে দেওয়া হয়েছে পার্থী তালিকা ঘোষণার। যদিও তাড়াতাড়ি ঘোষণা করা হবে বলেন জানান জামির মোল্লা।
আরও পড়ুনঃ বহরমপুর পৌরসভায় বিপ্লব কুন্ডুকে প্রার্থী না করায় তৃণমূল কার্যালয়ে বিক্ষোভ
উল্লেখ্য, গত ২০১৫ সালে নির্বাচনে কান্দিতে ১৮ ওয়ার্ডের মধ্যে ১৩ এটিতে জয়ী হয়েছিল কংগ্রেস, মাত্র ৩ টিতে জয়ী ছিল তৃণমূল, আর বাকি দুটিতে বাম সমর্থিত নির্দল। পরবর্তী সময়ে দল বদলে কংগ্রেসের ১৩ জন কাউন্সিলর তৃণমূলে যোগ দান করলে তৃণমূলের বোর্ড গঠন হয়। বাকী দুজন নির্দল এখন বিজেপিতে। প্রসঙ্গত গত বিধানসভা নির্বাচনে বেশিরভাগ ওয়ার্ডে এগিয়ে বিজেপি। সেদিক দিয়ে কান্দি পৌরসভা নির্বাচনে তৃণমূল, বাম, কংগ্রেস, বিজেপির জোর টক্কর লড়াই হবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584