নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
সোমবার খড়্গপুরের ইন্দায় সিপিআই(এম) -এর ২৩ নং শাখা কমিটির উদ্যোগে এলাকার আমডাঙায় ত্রাণ সামগ্রী বন্টনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার,সাবান ছাড়াও বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।
আরও পড়ুনঃ অ্যাম্বুলেন্স চালকদের মাস্ক, স্যানিটাইজার বিলি হরিশ্চন্দ্রপুরে
এছাড়াও সবার হাতে হোমিওপ্যাথি ওষুধ “আর্সেনিকাম অ্যালবাম ৩০” তুলে দেন ডাঃ দীপক সাহু। উপস্থিত জনগণ নির্দিষ্ট দূরত্ব বিধি মেনে ত্রান ও ওষুধ সংগ্রহ করেন। কর্মসূচির সূচনা করেন সিপিআই(এম) জেলা কমিটির সদস্যা স্মৃতিকণা দেবনাথ।
এছাড়াও উপস্থিত ছিলেন পার্টির জেলা কমিটির সদস্য সবুজ ঘোড়াই, জাতীয় কংগ্রেস নেত্রী ও এলাকার প্রাক্তন কাউন্সিলর অপর্ণা ঘোষ, সি পি আই (এম) নেতা গৌতম দত্ত, শংকর হালদার প্রমুখ। এদিন উপস্থিত সকলেরই থার্মাল চেকিং করা হয় এদিন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584