শ্যামল রায়, পূর্বস্থলীঃ
শুক্রবার দুপুর বেলায় পূর্বস্থলী সিপিআইএম এরিয়া কমিটির তরফ থেকে ডেপুটেশন দেয়া হয় পূর্বস্থলী ২ নম্বর ব্লকের বিডিও কে। পাঁচ জনের এক প্রতিনিধি ডেপুটেশনে অংশ নেন। উপস্থিত ছিলেন স্থানীয় সিপিআইএম বিধায়ক প্রদীপ কুমার সাহা ও দয়াল ঘোষ,ফকর উদ্দিন ,রহমান শেখ,রতন ঘোষ সহ অনেকে।
পাঁচ দফা দাবি নিয়ে ডেপুটেশন দেন সিপিএম নেতারা। উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে ছিল এলাকা ভিত্তিক করোনাভাইরাস আছে কিনা টেস্ট করতে হবে। পরিযায়ী শ্রমিক কতজন আছে দ্রুত তালিকা তৈরি করতে হবে। চাকুরীজীবী ও ব্যবসায়ী বাদে প্রত্যেক পরিবারকে ৩৫ কেজি খাদ্য সামগ্রী তুলে দিতে হবে।
আরও পড়ুনঃ কোয়ারেন্টাইনে ১৪ দিন কাটালেও বাড়ি পাঠাচ্ছে না প্রশাসন, অভিযোগ পরিযায়ী শ্রমিকদের
পরিযায়ী শ্রমিকরা তাদের বিষয়ে খোঁজ খবর নিয়ে তাদের যাতে অসুবিধা না হয় সরকারকে ব্যবস্থা নিতে হবে। দ্রুত তপশীল জাতি ও উপজাতিদের বার্ধক্য ভাতা দেওয়ার ব্যবস্থা করতে হবে। সেইসাথে গরিব মানুষের অ্যাকাউন্টে ৫হাজার টাকা ও ২ হাজার টাকা করে সরকারকে দিতে হবে। যে সমস্ত শ্রমিক বাইরে আটকে রয়েছেন তাদের দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে সরকারকে।
কৃষিকাজে একশো দিনের কাজে গরিব মানুষকে যুক্ত করতে হবে দ্রুত। পশু খাদ্যের খাবারের ব্যবস্থা করতে হবে। বিধায়ক প্রদীপ কুমার সাহা বলেন যে লকডাউন চলাকালীন সরকারকে এই ব্যবস্থা দ্রুত বাস্তবায়িত করতে হবে। এখন পর্যন্ত গরিবদের জন্য কোনো ত্রাণের ব্যবস্থা করেনি সরকার। ফলে বহু কর্মহীন মানুষ তারা চরম আর্থিক সংকটের মধ্যে পড়েছেন এবং অনাহারে দিন কাটাচ্ছেন। সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমিক বাগচী বলেছেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584