নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বৃহস্পতিবার প্রয়াত সিপিএম নেতার স্মরণ সভা অনুষ্ঠিত হলো কেশপুরে। ২০১১ সালে রাজ্য পরিবর্তন হওয়ার পর তৎকালীন সিপিএমের কেশপুর লোকাল কমিটির সদস্য নব আড়ি ঘর ছাড়া হয়ে যান। ঘর ছাড়া থাকা অবস্থায় ২০১৩ সালে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর ২০১৩ সালের ১১ ই জুন তিনি মারা যান।
তিনি মারা যাওয়ার পর কেশপুরে স্মরণসভা করার সেই সময় অনুকূল পরিবেশ ছিল না।বর্তমানে কেশপুরে স্মরণসভার অনুকূল পরিবেশ তৈরি হয়। তাই সিপিএম দলের পক্ষ থেকে বৃহস্পতিবার দলের নেতা নব আড়ির স্মরণসভার আয়োজন করা হয়।
কেশপুরের স্মরণ সভায় উপস্থিত ছিলেন সিপিএম নেতা মানিক লাল সেনগুপ্ত, সিপিএম নেতা গোপাল ভূঁইঞা সহ আরও অনেকে।গোপাল বাবু ও নব আড়ি একসঙ্গেই দলের কর্মী ছিলেন। তাই গোপাল বাবু নব আড়ির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় শোকে ভেঙে পড়েন।
আরও পড়ুনঃ করোনা আবহে জেলার শিক্ষা দফতরে মাস্ক, স্যানিটাইজার বিতরণ শিক্ষক সংগঠনের
সিপিএম নেতা মানিক লাল সেনগুপ্ত বলেন, নব আড়ির স্মরণ সভার আয়োজন করতে পেরে আমরা খুশি ।তার আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবারের সকলকে দলের পক্ষ থেকে সমবেদনা জানায়। তার পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে আগামী দিনেও তার পরিবারের পাশে আমরা থাকবো বলে মানিক বাবু জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584