উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
তৃণমূল দলের সঙ্গে বিজেপির একটা বোঝাপড়া রয়েছে বলে কটাক্ষ করলেন বামফ্রন্টের চেয়ারম্যান তথা সিপিআই(এম) নেতা বিমান বসু। রবিবার দুপুরে মুজফ্ফর ভবনে এক সাংবাদিক সম্মেলনে এরকমই মন্তব্য করেন বর্ষীয়ান এই নেতা। সাংবাদিক সম্মেলনে বিমান বসু বলেন,”তৃণমূলের হাত ধরেই বিজেপি এরাজ্যে এসেছে। একথা আমরা সবাই জানি।
জ্যোতিবাবুও বলে গিয়েছেন, তৃণমূলের বড় অপরাধ হচ্ছে, তৃণমূল দলটা হাতে ধরেই বিজেপিকে এরাজ্যে এনেছে। এটা ভুলি কী করে?” পরে তিনি আরো বলেন, “বারে বারে দেখছি তৃণমূল বিজেপি বোঝাপড়া করে। যখন কয়লার বিষয়ে হৈচৈ হচ্ছে, গরু পাচারের বিষয়ে হৈচৈ হচ্ছে, তখন রাজ্যের পক্ষ থেকে রাজ্যের কেউ না কেউ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলের সঙ্গে কথা বলেছেন। এই কথা আগে বললেন না কেন? পরে বা বলা হল না কেন? ঠিক তার পরে পরেই বলা হল কেন? তাহলে প্রমাণ হচ্ছে সম্পর্ক একটা আছে। সেই সম্পর্ক বাদ দিয়ে উঁটের মত ঘাসে মুখ দিয়ে আমরা চলতে পারি না।”
আরও পড়ুনঃ আরও একবছর বিনামূল্যে রেশনের দাবিতে জাতীয় প্রতিবাদ দিবস পালন
রবিবার বেলা বারোটায় ষোলটি বামপন্থী দল বৈঠকে বসে। বৈঠক শেষে দুপুর দেড়টা নাগাদ সাংবাদিক বৈঠকে বসেন বিমান বসু। তিনি বলেছেন,”সিপিআই (এম) লিবারেশন একটা আলাদা দল। তাদের নিজস্ব মূল্যায়ন থাকতে পারে। কিন্তু রাজ্যের বামপন্থীরা সেই মূল্যায়নে বিশ্বাস করে না। রাজ্যের বামপন্থীরা মনে করে বিজেপি খোলাখুলি সাম্প্রদায়িকতা সমর্থন করে।
কিন্তু সেই বিজেপিকে সমর্থন করে এসেছে তৃণমূল। আর রাজ্য ক্ষমতায় রয়েছে তৃণমূল ই।” সিপিআই (এম) সূত্রে জানা গেছে, পাঁচ বছর হয়ে গেলেও এখনও পর্যন্ত সারদা মামলার চার্জশিট দেওয়া হয়নি। অথচ এই সারদা কাণ্ড নিয়ে রাজ্য এক সময়ে উত্তাল হয়ে উঠেছিল। সারদায় টাকা রাখা আমানতকারীরা ভেবেছিলেন, সারদা মামলায় দোষীরা শাস্তি পাবে।
আরও পড়ুনঃ করোনা ভ্যাকসিন নিয়ে বাঁকুড়া সফর থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সিং যোগ দেবেন মুখ্যমন্ত্রী
সারদা মামলার তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই। এতদিন হয়ে যাবার পর সারদায় টাকা লগ্নিকারী প্রতারিতরা ভাবছেন, সিবিআই ইচ্ছা করে দোষীদের ধরছে না। তাই এই মামলায় কেন্দ্রীয় সরকার অধীনস্থ সিবিআই ইচ্ছে করেই চার্জশিট জমা দিচ্ছে না।
কারণ বিজেপি তৃণমূল বোঝাপড়া আছে। অন্য দিকে নারদ মামলায় তৃণমূলের তিন সাংসদ ও রাজ্যের এক মন্ত্রীর বিরুদ্ধে টাকা নেওয়ার ভিডিও সিবিআই ও ইডির হাতে থাকলেও প্রধানমন্ত্রীর দফতরে আঠারো মাস ধরে পড়ে থাকা সেই ফাইলে স্বাক্ষর করছেন না স্বয়ং প্রধানমন্ত্রী নিজেই বলে অভিযোগ। এসমস্ত কারণে বিজেপির সঙ্গে রাজ্যের শাসক দলের বোঝাপড়া দেখতে পাচ্ছে তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584