নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
কর্ণাটকে হিজাব বিতর্ক গড়িয়েছে আদালত পর্যন্ত। ইতিমধ্যে রাজ্যের সমস্ত হাইস্কুল ও কলেজ ৩ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাসবরাজ বোম্মাই সরকার। এই পরিস্থিতিতে মঙ্গলবার এক তরুণী কলেজ ছাত্রীর হেনস্থার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে বোরখা পরিহিতা এক তরুণীকে হাতে গেরুয়া কাপড় নিয়ে জয় শ্রী রাম স্লোগান তুলে উত্যক্ত করছেন একদল যুবক।
এই সমস্ত পরিস্থিতি বিবেচনা করে সিপিআই(এম) সাংসদ এলামারাম করিম বুধবার কর্ণাটকের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে এই জাতীয় সমস্ত ঘটনায় অবিলম্বে হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়ে চিঠি লিখলেন। একাধিক ঘটনায় শিক্ষার্থীদের হিজাব পরে স্কুল কলেজে ক্লাসে যেতে বাধা দেওয়া হচ্ছে, যা কখনোই অভিপ্রেত নয়। তিনি লিখেছেন, এতদিন কোন আপত্তি ছাড়াই মুসলিম মেয়েরা মাথায় হিজাব পরতেন।
CPI-M leader urges Education Minister Pradhan to intervene in Karnataka hijab row
Read @ANI Story | https://t.co/i7WC1L3w9C#KarnatakaHijabRow #HijabRow pic.twitter.com/htjTAI08Jj
— ANI Digital (@ani_digital) February 9, 2022
করিম চিঠিতে আরও লিখেছেন, “শিক্ষার্থীরা বহু বছর ধরে ইউনিফর্মের পাশাপাশি হিজাব পরে আসছে। কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে, পোশাকের নিয়মে অভিন্নতা অনুসরণ করতে শিক্ষার্থীদের জন্য হিজাবের রঙও নির্ধারণ করা হয়। কিন্তু এ নিয়ে কয়েক দশক ধরে কোনও বিতর্ক ছিল না। আপনি জরুরী ভিত্তিতে বিষয়টিতে হস্তক্ষেপ করুন।“
আরও পড়ুনঃ হিজাব বিতর্কের জেরে কর্ণাটকের সমস্ত স্কুল কলেজ ৩ দিন বন্ধের নির্দেশ রাজ্যের মুখ্যমন্ত্রীর
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584