কোভিড আক্রান্ত সিপিএম নেতা মহম্মদ সেলিম

0
116

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনায় আক্রান্ত হলেন বর্ষীয়ান সিপিএম নেতা তথা প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম। সূত্রের খবর, বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয়েছে চিকিৎসার জন্য। জনপ্রিয় নেতার এই শারীরিক অবস্থার খবর শুনে উদ্বিগ্ন দলের কর্মী, সমর্থকরা। তাঁরা সকলে সেলিমের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Md Selim | newsfront.co
ফাইল চিত্র

বেশ কয়েকদিন ধরেই অসুস্থ মহম্মদ সেলিম। জ্বর রয়েছে। তার সঙ্গে শ্বাসকষ্টও হচ্ছে। সঙ্গে পেটখারাপ। এরপরই তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। দেখা যায়, কোভিড আক্রান্ত সিপিআইএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম।

আরও পড়ুনঃ ফের রাজ্যের সম্পূর্ণ লকডাউনের দিনবদল

এর আগে সিপিএমের তিন বর্ষীয়ান নেতা আক্রান্ত হয়েছেন করোনায়। প্রাক্তন মন্ত্রী অনাদি সাহু, শ্যামল চক্রবর্তী এবং অশোক ভট্টাচার্য। তার মধ্যে অশোক ভট্টাচার্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শ্যামল চক্রবর্তীর শারীরিক অবস্থা কিছুটা আশঙ্কাজনক। তাঁকে রবিবার রাত থেকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। এবার মহম্মদ সেলিমও আক্রান্ত। সবমিলিয়ে চিন্তা অনেকটাই বাড়ল আলিমুদ্দিনের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here