করোনায় মৃত তেলেঙ্গানার সিপিএম নেতা সুন্নাম রাজাইয়া-র

0
55

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনাভাইরাসের প্রকোপে ত্রস্ত গোটা পৃথিবী। বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও ক্রমশ বাড়ছে সংক্রমিতের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এবার এই মারণ ভাইরাসের কোপে রাজনৈতিক হেভিওয়েট ব্যক্তি৷ করোনা আক্রন্ত হয়ে প্রয়াত হলেন সিপিএম নেতা ও তেলেঙ্গানার প্রাক্তন বিধায়ক সুন্নাম রাজাইয়া৷

Sunnam Rajaiah | newsfront.co
সুন্নাম রাজাইয়া ৷ সংবাদ চিত্র

বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন এই রাজনৈতিক নেতা৷ সোমবার তিনি কোভিড পজিটিভ হন৷ আর পরের দিনই এল দুঃসংবাদ৷ মাত্র ৫৯ -এ চলে গেলেন বামপন্থী এই নেতা৷ করোনা পরীক্ষার পরেই এই বাম নেতাকে চিকিৎসার জন্য বিজয়ওয়াড়া নিয়ে যাওয়া হচ্ছিল৷

সেখানে পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ করোনার কাছে হেরে চিরবিদায় নিলেন দক্ষিণের এই সিপিএম নেতা৷ তিনি তিনবারের বিধায়ক ছিলেন ৷ তিনি ভদ্রচলম ক্ষেত্র থেকে ১৯৯৯, ২০০৪ ও ২০১৪ তে নির্বাচনে জয়ী হয়েছিলেন৷

আরও পড়ুনঃ বর্তমান মুখ্যমন্ত্রীর পর কোভিড আক্রান্ত কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

মাটির কাছাকাছি থেকে একেবারে সাধারণ জীবনযাপন ছিল জনপ্রিয় সিপিএম নেতা সুন্নাম রাজাইয়ার বৈশিষ্ট্য৷ তিনবারের বিধায়ক হওয়া সত্ত্বেও তাঁর নিজস্ব কোনও গাড়ি ছিল না৷ তিনি বাস ও গণ পরিবহন ব্যবস্থায় যাতায়াত করতেন৷

আরও পড়ুনঃ করোনা পরিস্থিতি:দৈনিক আক্রান্তের নিরিখে শীর্ষে ভারত

এমনকি বিধানসভার সেশন চলার সময়েও তাঁকে আরটিসি বাসেই যাতায়াত করতে দেখা যেত৷ ভদ্রচলম থেকে হায়দরাবাদের ৩২০ কিলোমিটার পথ তিনি এভাবেই নিয়মিত যাতায়াত করতেন৷ নিজের বিধায়কের বেতন থেকে পার্টি ফান্ডে অর্ধেক অর্থ দান করতেন এই বামপন্থী নেতা৷ তার থেকে বাকি যা বেতন থাকতো তা দিয়েই নিজের খরচ চালাতেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here