মিষ্টি মুখ করেই প্রচারে নামছে সুশান্ত ঘোষ

0
95

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম দলের প্রার্থী হিসাবে সুশান্ত ঘোষের নাম ঘোষণা হওয়ার পর থেকেই এলাকায় সিপিআইএম কর্মী-সমর্থকদের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে। শুক্রবার সন্ধ্যায় চন্দ্রকোনারোডের সিপিআইএম দলের দলীয় কার্যালয়ে শালবনি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুশান্ত ঘোষ কে মিষ্টিমুখ করিয়ে নির্বাচনী লড়াই শুরু করে দিল দলীয় কর্মীরা।

cpim leader | newsfront.co
মিষ্টি মুখ প্রার্থীর। নিজস্ব চিত্র

এই দিন সিপিআইএম প্রার্থী সুশান্ত ঘোষ বলেন, বাংলায় তৃণমূল ও বিজেপিকে বিদায় জানাতে এই লড়াই। তিনি বলেন,”আমার বিরুদ্ধে যারা থাকবেন তাদের বিরুদ্ধে আমার লড়াই হবে। তারা তাদের কথা বলবে,আমি আমার দলের নীতি আদর্শের কথা মানুষের কাছে তুলে ধরব।” রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ এও বলেন, “দল আমাকে এই কেন্দ্রে ভোটে দাঁড়ানোর জন্য মনোনীত করেছেন। তাই দলের নির্দেশ মেনে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব।

susanta ghosh | newsfront.co
সুশান্ত ঘোষ। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ জয়ের হ্যাট্রিকের আশায় গৌতম দেব

আমরা সারা বছর মানুষের পাশে থাকি। তাই মানুষ কাকে ভোট দেবেন তারাই ঠিক করবেন।” এর আগে সাত বার ভোটে লড়াই করেছেন। তাই এই লড়াই তার কাছে নতুন কিছুই নয় বলে তিনি জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here