নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
সিপিএম কতটা খারাপ, মানুষের কাছে তুলে ধরার জন্য আমি আর মাওবাদীদের সাথে যৌথ পরিকল্পনার অঙ্গ নেতাই। নেতাই দিবসে বিস্ফোরক দাবি করলেন একদা রাজ্যের দাপুটে মন্ত্রী তথা সিপিএম নেতা সুশান্ত ঘোষ। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নং ব্লকের চন্দ্রকোনারোড এলাকায় দিল্লিতে কৃষক আন্দোলনের সমর্থনে রাস্তায় নেমেছিল সিপিএম নেতৃত্ব।
এইদিন চন্দ্রকোনারোডের ডাবরা এলাকা থেকে শুরু করে প্রায় তিন কিলোমিটার মিছিলে হাঁটেন দোর্দণ্ডপ্রতাপ সিপিএম নেতা সুশান্ত ঘোষ সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। এই দিন এই মিছিলে কয়েক হাজার সিপিআইএম কর্মী-সমর্থক পা মেলায়।
মিছিল শেষে চন্দ্রকোনা রোড পার্টি অফিসে বসেই একের পর এক ইস্যুতে শাসক শিবিরকে কড়া ভাষায় নিশানা করেন সুশান্ত ঘোষ। এদিন বিভিন্ন এলাকায় সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশকে ব্যবহার করা নিয়ে ফের একবার সোচ্চার হন সিপিএমের এই দাপুটে নেতা।
আরও পড়ুনঃ নেতাই শহীদবেদী গঙ্গাজল দিয়ে ‘পবিত্র’ করল তৃণমূল
এইদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “সিপিআইএমকে হটাতে পরিকল্পিতভাবে মাওবাদীদের সঙ্গে যুক্ত হয়ে সিপিআইএমকে কিভাবে খারাপ করা যায় নেতাই তার অঙ্গ।” অন্যদিকে তিনি আরো বলেন,”যারা বাংলাকে বিরোধীশূন্য করার জন্য লড়াই করেছিলেন, তারা আজকে গুটি গুটি পায়ে তৃণমূল শূন্য বাংলার জন্য তৈরি হচ্ছেন।”
আরও পড়ুনঃ ভূমি উচ্ছেদ প্রতিরোধ আন্দোলন নন্দীগ্রামের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসলঃ সুব্রত বক্সী
অন্যদিকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন সিপিআইএম দাপুটে নেতা সুশান্ত ঘোষ। এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী সাধারণ মানুষকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন এক ইঞ্চিও পালন করেননি। বোতলে পয়সা দিয়ে কিছু সংবাদমাধ্যমকে কিনে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।”
পাশাপাশি গত লোকসভা ভোটে রাজ্যে ১৮ টি আসন দখল করেছিল গেরুয়া শিবির, সেই সাপেক্ষে সুশান্ত ঘোষ বলেন, ওই ১৮ টি আসনের মধ্যে ১৪ টি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর এই হয়েছে। এটা বাংলার মানুষ বুঝে নিয়েছে, বিজেপি সেই তৃণমূল, তবে আগামী দিনে বাংলার মানুষ সব বুঝিয়ে দেবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584