আজহার হুসেইন, কাশ্মীর:
দেশব্যাপী লকডাউনের ফলে দেশ ও বিদেশে আটকে পড়া কাশ্মীরি ছাত্র-ছাত্রীদের বিশেষ ব্যবস্থা করে বাড়ি ফেরানোর দাবি তুললেন সিপিআইএম নেতা মোহাম্মদ ইউসুফ তারিগামি।
শনিবার তিনি বলেন দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে কয়েক হাজার জম্মু-কাশ্মীরের ছাত্র-ছাত্রী ভয় এবং দুর্দশাগ্রস্ত দিনযাপন করছে। শুধু ছাত্র-ছাত্রী নয় শাল বিক্রেতা ,বস্ত্র ব্যবসায়ী ও শ্রমিকরাও দেশের বিভিন্ন জায়গায় আটকে পড়েছে। তাদের টাকা পয়সা ফুরিয়ে এসেছে এবং তারা কঠিন দুর্দশার মধ্যে এই লকডাউনে দিনযাপন করছে।
আরও পড়ুন:কাশ্মীরের বান্দিপোড়া জেলায় কৃষি দফতরের উদ্যোগে অধিক ফলনশীল বীজ বিলি
তিনি বলেন গত সপ্তাহেই উত্তরপ্রদেশ সরকার ২৫০ খানা বাস পাঠিয়ে প্রায় ৯ হাজার ছাত্র-ছাত্রীকে রাজস্থানের কোটা থেকে ফিরিয়ে এনেছে। জম্মু-কাশ্মীর কর্তৃপক্ষেরও একই রকম ভাবনা চিন্তার প্রয়োজন। এছাড়াও বাংলাদেশ, কিরগিজস্তান, ইউকে,ইউক্রেন প্রমূখ দেশে কাশ্মীরের ছাত্রছাত্রীরা আটকে পড়েছে। কেন্দ্র সরকার তাদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করে বাড়ি ফিরিয়ে আনুক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584