নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
লোকসভায় কি তবে তৃণমূলের সঙ্গে কাজ করতে কি রাজি সিপিএম? তেমনই ইঙ্গিত মিললো রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর কথায়; বললেন, “বিজেপি বাদে যেকোন দলের সঙ্গে কাজ করতে প্রস্তুত আমরা।”
রবিবার তমলুকে সিপিআইএম নেতা নির্মল জানার স্মরণসভায় ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোটের প্রসঙ্গে বামফ্রন্ট চেয়ারম্যান বলেন, একাধিক বার নয়, সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে বহু বার এমন ঘটেছে। আন্দোলনের প্রশ্ন দেখা দিলে বিজেপি-বিরোধী সব শক্তির সঙ্গে কাজ করতে প্রস্তুত তাঁরা।
২১ জুলাই-এর মঞ্চ থেকেই বিজেপি-বিরোধী শক্তিগুলিকে একজোট হওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বোপরি বিজেপি বিরোধী রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে এখন গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন তা সন্দেহাতীত ভাবে বলা যায়।
আরও পড়ুনঃ পেগাস্যাস কাণ্ডে তদন্ত কমিশন গঠন রাজ্যের
এমনকি ওই দিনই ২০২৪-এর লোকসভা নির্বাচনের জন্য বিরোধী দলগুলিকে একজোট গড়ার প্রক্রিয়া শুরু করে দিতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের ভুল থেকেই শিক্ষা নিয়েই কি তবে সিপিআইএম-এর নতুন বোধোদয়! এই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584