নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
আজ সিপিআই (এম) জলঙ্গি এরিয়া কমিটির উদ্যোগে নয়াকৃষি আইন বাতিলের দাবিতে এবং আগামী ২৭ শে জানুয়ারি ডিএম অফিসে ডেপুটেশন সফল করার দাবিতে দুটি জাঠা মিছিল অনুষ্ঠিত হল জলঙ্গি বিধানসভার প্রত্যেক বুথ এলাকায়।
এদিনের জাঠা মিছিলের মধ্যদিয়ে গ্রাম অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার লক্ষ্য নেন দলীয় নেতৃত্বরা।
এদিন এরিয়া কমিটির সম্পাদক ইমরান হোসেন বলেন যে, “আমরা দিল্লির কৃষক আন্দোলন কে সমর্থন জানিয়ে কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে ও দুর্নীতি মুক্ত জলঙ্গি গড়তে দুই দিনে সমস্ত বুথে জাঠা মিছিল করব। বর্তমানে রাজ্য সরকার যেভাবে সাধারণ মানুষদের সঙ্গে ভাঁওতা বাজি করছে সেই কথা সাধারণ মানুষকে বোঝানোর জন্য আমাদের পথে নামা।
আরও পড়ুনঃ বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো খেজুরিতে
তৃণমূল সরকার দুয়ারে সরকার বলে সাধারণ মানুষ কে যে ভাবে হয়রান করেছেন তারই প্রতিবাদে আমাদের মিছিল।”
এদিন উপস্থিত ছিলেন জলঙ্গি বিধানসভার প্রাক্তন বিধায়ক ইউনুস সরকার, জলঙ্গি এরিয়া কমিটির সম্পাদক ইমরান হোসেন,সহ আরো অনেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584